বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি ২৯ ডেঙ্গু রোগী

যাযাদি রিপোর্ট
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার এই সংখ্যা ১৮ জন ছিল। এ নিয়ে চলতি বছর (২৮ নভেম্বর, শনিবার পর্যন্ত) মোট ১ হাজার ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাদের মধ্যে ১ হাজার ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের মাসিক পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রম্নয়ারিতে ৪৫, মার্চে ২৭, এপ্রিলে ২৫, মে'তে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭, অক্টোবরে ১৬৩ এবং চলতি নভেম্বর মাসের গতকাল পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ৫০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাৎ ২০২০ সালে মোট ১ হাজার ১৩৪ জন

ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ২৯ জন ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।

চলতি মৌসুমে ডেঙ্গু জ্বরে মৃতু্য সন্দেহে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ৬ জনের মৃতু্যর তথ্য প্রেরণ করা হয়। এরপর আইইডিসিআর ৪টি মৃতু্য পর্যালোচনা শেষে ৩ জনের ডেঙ্গুতে মৃতু্য হয়েছে বলে নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে