শোক সংবাদ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আব্দুল জলিল ভূঁইয়া নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ভূঁইয়া (৮০) মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় শিবপুর আশরাফিয়া মাদ্রাসা মাঠে প্রথম এবং বাদ জোহর নিজ গ্রামের বাড়ি লামপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোলস্না, শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে ওসি মোলস্না আজিজুর রহমানসহ পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। শিবপুর (নরসিংদী) প্রতিনিধি আবুল হোসেন মলিস্নক পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, সাহিত্যিক ও গবেষক আবুল হোসেন মলিস্নক মারা গেছেন। বুধবার পাংশা শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ দিন বেলা ২টায় পাংশা সরকারি কলেজ মাঠ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা-পূর্ব আলোচনায় স্মৃতিচারণ করেন পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সাবেক মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান জাহাঙ্গীর, পাংশা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম শরীফুল মোরশেদ রঞ্জু। পরে গ্রামের বাড়ি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি নুরুননবী সরকার তোতা গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের দহিচড়া গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুননবী সরকার তোতা (৬৫) মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না নিলস্নাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি