বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা পরীক্ষার নমুনা দিতে সৌদি প্রবাসীদের দৌড়ঝাঁপ

যাযাদি রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
করোনা পরীক্ষার জন্য প্রবাসী এক শ্রমিকের নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মী -যাযাদি

করোনা পরীক্ষায় পাস করলেই সৌদি আরব যেতে আর বাধা থাকবে না টিকিটধারী প্রবাসীদের। তাই ফ্লাইটের টিকিট হাতে পেয়েই অন্ধের মতো ছুটছেন করোনা পরীক্ষার নমুনা দিতে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটের নমুনা দিতে ভিড় করেন তারা। শর্ত অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা ও করোনামুক্ত সনদ হাতে পেলেই যাওয়া যাবে সৌদি আরব।

শুক্রবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসে ৩৫০ জনের সৌদি ফেরার টিকিট নিশ্চিত করা হয়। তবে যারাই টিকিট পাচ্ছেন তাদের সবার গন্তব্য ছিল মহাখালী ডিএনসিসি মার্কেটের করোনা পরীক্ষাকেন্দ্র। এদিন সৌদি আরবসহ বিদেশগামী বিভিন্ন দেশের যাত্রীরা নমুনা পরীক্ষা করানোর জন্য এখানে আসেন। এ সেন্টারটিতে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষা করা হলেও শুক্রবার সেখানে দ্বিগুণের চেয়েও বেশি প্রবাসী কর্মী হাজির হয়েছেন।

এদিকে সকাল থেকে বিদু্যৎ না থাকায় ভেতরের ফ্যানগুলো বন্ধ হয়ে পড়ে। ফলে অসংখ্য মানুষের উপস্থিতির কারণে গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়। এত গরমের মধ্যেও প্রবাসীদের কোনো আক্ষেপ নেই। সবাই সেনাবাহিনীর নির্দেশনা অনুসারে লাইন ধরে প্রথমে করোনা পরীক্ষার জন্য কুপন সংগ্রহ, দ্বিতীয়ত এ সেন্টার থেকে পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখিয়ে সরবরাহকৃত ফরম পূরণ করে নমুনা দিচ্ছেন।

শনিবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের কাউন্টার থেকে ৮৫১ থেকে ১২০০ নম্বর টোকেনধারীদের ফেরার টিকিট দেওয়া হবে। রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে। এই সময় পর্যন্ত সৌদি আরব যাওয়ার জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জনান, সৗদি অ্যারাবিয়ান এয়ারলাইনস চলতি মাসে ঢাকা থেকে চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছিল। পরে ২৮ সেপ্টেম্বরের জন্য আরেকটি ফ্লাইটের আবেদন করে তারা। এরপর নতুন করে ফ্লাইট বাড়ানোর ব্যাপারে আর কোনো আবেদন এয়ারলাইনসটি করেনি।

সৌদি প্রবাসীদের জন্য শুক্রবার ফেরার টিকিট ইসু্য করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবারের মতো এদিনও বিমানের মতিঝিল কার্যালয় থেকে টিকিট ইসু্য করা হয়। দেশে আসা ১৮ ও ২০ মার্চ জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চ রিয়াদে ফেরার জন্য রিটার্ন টিকিটধারীদের টিকিট ইসু্য করা হয়। একই তারিখের রিটার্ন টিকিটধারীদের কাছে কালও টিকিট বিক্রি করবে বিমান। ২৯ সেপ্টেম্বর জেদ্দা এবং ৩০ সেপ্টেম্বর রিয়াদে বিশেষ ফ্লাইটের জন্য বিমান এসব টিকিট ইসু্য করবে।

মতিঝিলে শুক্রবার সকাল ১০টা থেকে বিমান টিকিট ইসু্য করে। তবে ভোর থেকেই বিমান কার্যালয়ের সামনে টিকিটপ্রত্যাশী লোকজনের ভিড় শুরু হয়। ২৯ ও ৩০ সেপ্টেম্বরের ছাড়া অন্য কোনো দিন বিমানের সৌদি আরবে ফ্লাইট রয়েছে কি না, সে তথ্য জানতেই বেশির ভাগ প্রবাসী এসেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113295 and publish = 1 order by id desc limit 3' at line 1