শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

যাযাদি রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯
বিমানের টিকিটের দাবিতে সৌদি প্রবাসীরা মঙ্গলবার কারওয়ান বাজারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন -যাযাদি

পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে যাওয়ার জন্য বিমানের টিকিটের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কয়েকশ' প্রবাসী রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। এসময় নানা স্স্নোগান দেন তারা। প্রথমে কারওয়ানবাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় অবরুদ্ধ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে যায়। রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানান, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সময়মত না যেতে পারলে চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন। সোমবার প্রবাসীদের বিক্ষোভের মুখে ১০ জন প্রতিনিধিকে ভেতরে নিয়ে যায় সৌদি এয়ারলাইন্স। তাদের মাধ্যমে অন্যদের টিকিট সংগ্রহের সিরিয়ালের টোকেন দেওয়া হয়। তবে, মঙ্গলবার সকাল থেকেই প্রধান গেটের সামনে একটি কাগজে নোটিশ লিখে কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হলো। এই নোটিশ দেখে বিক্ষোভে নামেন প্রবাসীরা। অনেককেই টিকিট সংগ্রহের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ওই তারিখের আগেই অনেকের ভিসার মেয়াদ শেষ হবে। এ নিয়ে মারাত্মক জটিলতার মধ্যে পড়েছেন বলে জানান বিক্ষোভকারীরা। সম্প্রতি সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চালুরও ঘোষণা দেয়। কিন্তু প্রথমদিকে বিমান ফ্লাইট চালুর উদ্যোগ নিলে ফ্লাইট চালুর অনুমতি দেয়নি সৌদি। এরপর বাংলাদেশও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করে। নানা নাটকীয়তা শেষে সোমবার সৌদি কর্তৃপক্ষ বিমানকে ফ্লাইট চালুর অনুমতি দেয়। কিন্তু এখনো ল্যান্ডিং অনুমতি দেয়নি। ফলে বিমানও সৌদি আরবে শিডিউল ঘোষণা করতে পারছে না। এরপর থেকেই মূলত টিকিটের সংকট তৈরি হয়েছে। \হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে