শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আসছে মশার নতুন ওষুধ

যাযাদি রিপোর্ট
  ১৩ আগস্ট ২০২০, ০০:০০

রাজধানীর উত্তরাংশের মশক নিয়ন্ত্রণে নতুন ওষুধ আমদানি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গ্র্যানিউলস নামের মশক নিধনের ওষুধটি চলতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে আসবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আগে মশার ওষুধ কেনায় বড় সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছি। নতুন ধরনের গ্রানিউলস ওষুধ নিয়ে আসছি। যেখানেই পানি জমে আছে, সেখানে এই ওষুধ রেখে দিলে আর এডিস মশা বংশবিস্তার করবে না।

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। গেল ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পরিচ্ছন্নতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বুধবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ ও ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক বহুতল ভবন নির্মাণ কাজ চলছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ২২১ কোটি টাকা ব্যয়ে গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বসবাসের আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ১৫ তলাবিশিষ্ট চারটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে ৪৮৪টি পরিবারের বাসস্থান নিশ্চিত হবে। প্রতিটি ফ্ল্যাটে দু'টি করে রুম এবং একটি করে টয়লেট থাকবে। তাদের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য বিদ্যালয় থাকবে। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজও চলছে। সেখানে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা সবই থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আগে পরিচ্ছন্নতা কর্মীদের মানুষই মনে করা হতো না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, তারাও মানুষ। সবারই নিজ নিজ জীবন উন্নত করার স্বপ্ন দেখার অধিকার আছে। তাদের জন্য বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। তাদের সুন্দর জীবন-যাপনের অধিকার রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108661 and publish = 1 order by id desc limit 3' at line 1