logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ১১ আশ্বিন ১৪২৭

  বিনোদন ডেস্ক   ২৫ মার্চ ২০২০, ০০:০০  

ফের একসঙ্গে 'গালি বয়' জুটি

ফের একসঙ্গে 'গালি বয়' জুটি
আলিয়া ভাট ও রণবীর সিং
গত বছর 'গালি বয়' করে ইতোমধ্যেই সুধী ও দর্শকের মন জয় করে নিয়েছেন নয়া জুটি আলিয়া ভাট ও রণবীর সিং। শুধু তাই নয়, গত বছরের সেরা ব্যবসাসফল ছবি হিসেবেও নির্বাচিত হয়েছে ছবিটি। পাশাপাশি এ ছবির জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে বড় বড় সংগঠনের পুরস্কারও অর্জন করেছেন আলিয়া-রণবীর। এবার সেই জুটিকে নিয়ে ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন বলিউডে প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানশালী। তার নতুন 'বাইজু বাওরা'তে দেখা যাবে আলিয়া-রণবীরকে। ১৯৫২ সালের ছবি 'বাইজু বাওরা' ছবির পস্নট নিয়েই নতুন এই ছবিটি তৈরি করছেন বানশালী। আগের ছবিটি পরিচালনা করেছিলেন বিজয় ভাট। প্রধান দুটি চরিত্রে ছিলেন ভারত ভূষণ ও মীনা কুমারী।

বানশালীর নতুন ছবিতে রণবীর সিংকে দেখা যাবে ভারতের চরিত্রে আর আলিয়া ভাট থাকবেন মীনা কুমারীর চরিত্রে। যদিও পরিচালক বা অভিনেতারা কেউই এখনো এই ছবি নিয়ে মুখ খোলননি।

এর আগে গত বছর মুক্তি পাওয়া 'গালি বয়' ছবিতে একজনর্ যাপারের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং। আলিয়া ছিলেন তার প্রেমিকা। সম্প্রতি আলিয়া সঞ্জয় লীলা বানশালীর আরেকটি ছবি 'গাঙ্গুবাঈ কাঠিয়াবারি'তে অভিনয় করছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে