logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ৩ আশ্বিন ১৪২৭

  বিনোদন ডেস্ক   ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০  

প্রথম লুকেই অন্যরকম সারা

প্রথম লুকেই অন্যরকম সারা
সারা আলি খান
অবশেষে প্রকাশ পেল সারা আলি খানের 'লাভ আজকাল' ছবির প্রথম পোষ্টার। ইমতিয়াজ আলির পরিচালনায় এ ছবিতে সারার বিপরীতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। বছরের শুরুতেই রোমান্টিক ধাচের এ পোস্টারে বেশ উচ্ছ্বসিত বলিপাড়া। দীর্ঘদিন ধরেই কার্তিক ও সারার রসায়ন পর্দায় দেখতে মুখিয়ে ছিল ভক্তরা। বৃহস্পতিবার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে এ পোস্টার। এদিন সারা আলি খান ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে জুড়ে দেন, 'বীর এবং জো এর সঙ্গে পরিচিত হয়ে নিন। আমাদের ওয়ান্ডারল্যান্ডে স্বাগতম। কাল (আজ) প্রকাশ পাবে ছবির ট্রেলার!' ছবির পোস্টার প্রকাশ পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া শুরু হয়েছে। অনেক ভক্তই কমেন্ট করেছেন যে ছবিটি বস্নকবাস্টার হিট হবে। সারা এবং কার্তিককে দারুণ মানিয়েছে বলেও কমেন্ট করেছেন অনেক ভক্ত। জানা গেছে, ছবিটি ২০০৯ সালে মুক্তি পাওয়া 'লাভ আজকাল' সিনেমার সিকু্যায়াল। সে ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও সাইফ আলি খান। দশ বছর পর ঠিক একই নাম ও একই পরিচালকের ব্যানারে জুটি বাঁধলেন সারা ও আরিয়ান। এ ছবিতে সারা জুই চরিত্রে ও কার্তিককে দেখা যাবে ভীর চরিত্রে। তিরিশ বছর আগের গল্প দেখানো হবে ছবিটিতে। স্কুল পড়ুয়া দুই কিশোর কিশোরির উড়ন্ত প্রেম ছবির মূল প্রতিবাদ্য বিষয়। সম্প্রতি একটি টিভি সাক্ষাতকারে পরিচালক ইমতিয়াজ আলি বলেন, 'লাভ আজকাল' শুধু নামেই নয়, বাস্তবিক অর্থেই ভালোবাসার গল্প। সত্যি ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে বলেও তিনি জানান। এদিকে এ ছবিতে প্রথমবারের মত জুটি বাধলেন সারা ও কার্তিক। শুটিং চলাকালিন সময় এ তারকা জুটি নিয়ে শোবিজ অঙ্গনে বেশ চর্চা হয়েছে। কখনো অন্তরঙ্গ মুহুর্ত, কখনো নাইট ক্লাবে একসঙ্গে আবার কখনো মুম্বাই অলিগলিতে প্রেম করতে দেখা গেছে তাদের। এ নিয়ে একাধিকবার হয়েছেন খবরের শিরোনাম। তবে সব জল্পনা কল্পনা শেষে এবার পর্দায় আসতে প্রস্তুত সারা কার্তিক জুটি। সব ঠিকঠাক থাকলে ১৪ ফেব্রম্নয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে 'লাভ আজকাল'। আর আজ মুক্তি পাবে ছবিটির অফিশিয়াল ট্রেলার।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে