logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ৩ আশ্বিন ১৪২৭

  বিনোদন রিপোর্ট   ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০  

অ্যান্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি

অ্যান্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি
অ্যান্ড্রু কিশোর
বহুদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন সংগীতশিল্পী অ্যান্ড্রু কিশোর। সর্বশেষ জানা গেছে, চিকিৎসায় তাকে কেমোথেরাপি দেওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এই কারণে শিল্পীকে নতুন করে আর কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। গতকালও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এই তারকার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। এ বিষয়ে অ্যান্ড্রু কিশোরের শিষ্য, কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানিয়েছেন, 'উনার কথা বলতে কিছুটা অসুবিধা হচ্ছিল। প্রায়ই জ্বর আসছে। বর্তমানে শারীরিক কিছু অসুবিধা দেখা দেওয়ায় এ মুহূর্তে তার কেমোথেরাপি সাময়িকভাবে বন্ধ রেখেছেন চিকিৎসকরা। শারীরিক সমস্যা কাটিয়ে উঠলে পুনরায় তাকে কেমোথেরাপি দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।' মোমিন বিশ্বাস আরও বলেন, 'একটি বিষয়ে সবাইকে অনুরোধ করব, অনেকেই অ্যান্ড্রু কিশোরের বস্নাড ক্যানসার হয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এটি পুরোপুরি সঠিক নয়! উনি মূলত নন-হজকিন লিম্ফোমাতে আক্রান্ত, যা পুরোপুরি বস্নাড ক্যান্সার নয়। উনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।'

চলতি বছরের ফেব্রম্নয়ারি মাসে দেশে ফেরার কথা ছিল সংগীত শিল্পী অ্যান্ড্রু কিশোরের। শারীরিক অবনতি হওয়ায় এবার সেই ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে তার। অ্যান্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা নামক ক্যান্সারে আক্রান্ত। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রথম সিঙ্গাপুরে যান শিল্পী। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে। এরপরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, অ্যান্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতোমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেওয়া বাকি। তবে শিল্পীর শারীরিক অবস্থা বিবেচনা করে সেটিও বন্ধ আছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে