মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

১৩ বছরের প্রেমের সফল পরিণতি

বিনোদন রিপোর্ট
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
১৩ বছরের প্রেমের সফল পরিণতি
১৩ বছরের প্রেমের সফল পরিণতি

অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হলো মেহজাবীন চৌধুরীর। গত ১৪ ফেব্রম্নয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ যেন দীর্ঘ অপেক্ষার পর সুখের নীড় গড়া। তাদের ভালোবাসার শুরু ২০১২ সাল থেকে। তার মানে মেহজাবীন ও রাজীব সম্পর্কে রয়েছেন প্রায় ১৩ বছর। নানা জল্পনা-কল্পনা চললেও এই দীর্ঘ সময়ে সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি কেউই। অবশেষে তাদের ভক্ত-অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বোধ হয়। কারণ, প্রকাশ্যে মেহজাবীন জানিয়ে দিলেন, আদনান আল রাজীব এখন শুধুই তার।

গায়ে হলুদের ছবি শেয়ার না করলেও বিয়ের খবর ঘটা করে দিলেন মেহজাবীন। সোমবার বিয়ের ছবি শেয়ার দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে নবদম্পতির সুখের উলস্নাস স্পষ্ট। বিয়ের ছবি পোস্ট দিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, '৯ এপ্রিল, ২০১২- একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়ল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।'

তিনি আরও লিখেছেন, '১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে এসেছি। অভিনেত্রী এরপর লিখেছেন, '১৪ ফেব্রম্নয়ারি আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সীলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রম্নতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।' একদম শেষে মেহজাবীন লিখেছেন, 'এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। যাতে সারাজীবন আমরা একসঙ্গে, সুখে বাঁচতে পারি।'

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন এই লাস্যময়ী। সম্প্রতি প্রথমবারের মতো বড়পর্দায় মুক্তি পেয়েছে মেহজাবীনের সিনেমা 'প্রিয় মালতী।' এতে দারুণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি।

বিজ্ঞাপনের মডেল হিসেবেও বেশ জনপ্রিয় মেহজাবীন। 'বাংলালিংক', 'সেভেনআপ', 'ভাটিকা', 'ম্যাগি', 'ওমেরা এলপিজি গ্যাস', 'ড্যানিস টি', 'প্রাণ চুইংগাম', 'গস্ন্যাক্সোজ-ডি', 'উজালা পেইন্টস' ও 'আয়ুস'র বিজ্ঞাপনের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এছাড়া, নাচেও বেশ দক্ষতা রয়েছে মেহজাবীনের। বিভিন্ন টেলিভিশন ও করপোরেট অনুষ্ঠানে নাচ করেন তিনি। এক কথায় বলতে গেলে মেহজাবীন সর্বগুণে গুণান্বিত।

অন্যদিকে, আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম। ১৯৮৭ সালের ১১ মে জন্মগ্রহণ করেন আদনান আল রাজীব। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটি স্কুলে পড়াশোনা করেন। ২০০৩ সালে বাংলাদেশে ফিরেন রাজীব। দেশে ফেরার পর মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত 'ব্যাচেলর' সিনেমা দেখে মুগ্ধ হন তিনি। তখন বিজ্ঞাপন-নাটক-সিনেমা নির্মাণের বিষয়ে কোনো ধারণাই ছিল না তার। তবে কাজ করার সুযোগ খুঁজছিলেন। রাজীবের বোন ফারুকীর সঙ্গে কাজ করার পরামর্শ দেন। কেবল তাই নয়, তার বোন এক বন্ধুর সহযোগিতায় পরিচালক ফারুকীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন।

এরপর নির্মাতা হয়ে ওঠার যাত্রা শুরু হয় আদনান আল রাজীবের। জনপ্রিয় টিভি ধারাবাহিক '৬৯'-এ ফারুকীর সহকারী পরিচালক হিসেবে রাজীবের প্রথম কাজ। এরপর দীর্ঘ পাঁচ বছর ফারুকীর সঙ্গে আঠার মতো লেগে থেকে সরাসরি কাজ করেন। সেই অভিজ্ঞতা জানিয়ে রাজীব বলেন, 'এটি ছিল অসাধারণ অভিজ্ঞতা। এই পাঁচ বছরে আমি অনেক কিছু শিখেছি। আমি বুঝতে পেরেছিলাম, ফিকশন প্রযোজনার জন্য পরিচালক হতে চাই, নাকি টেলিভিশন বিজ্ঞাপনের জন্য।'

২০০৯ সালে আদনান আল রাজীব নির্মাণ করেন 'উচ্চতর পদার্থ বিজ্ঞান'। এটি তার নির্মিত প্রথম নাটক। দেশ টিভিতে নাটকটি প্রচারের পর দারুণ সাড়া পান তিনি। একই বছর বিজ্ঞাপন নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন রাজীব। এটি ছিল 'ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার'-এর বিজ্ঞাপন।

আদনান আল রাজীবের পরের গল্প কেবলই সাফল্যে ভরা। তার নির্মিত উলেস্নখযোগ্য বিজ্ঞাপনের তালিকায় রয়েছে- বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল (বেশ কয়েকটি), ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ফেয়ার অ্যান্ড লাভলি, গস্ন্যাক্সোজ ডি, প্রাণ ওয়াটার, স্যামসাং, সেন্টার ফ্রেশ, মোজো প্রভৃতি। দেশের গন্ডি পেরিয়ে ভারতে ছড়িয়েছে রাজীবের সুখ্যাতি। এক্সপ্রেস মানি ট্রান্সফারের বিজ্ঞাপন যেমন বানিয়েছেন, তেমনি আইসিআইসিআই ব্যাংকের বিজ্ঞাপনও তার হাতে নির্মিত হয়েছে। দেশের জন্য নির্মিত বিজ্ঞাপনে ঢালিউড সুপারস্টার শাকিব খান যেমন অভিনয় করেছেন, ভারতের বিজ্ঞাপনে দেখা গেছে রোহিত তিওয়ারি, সালিনা প্রকাশের মতো তারকাদের।

আদনান আল রাজীবের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। তার প্রযোজিত সিনেমা 'মালতী'। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। বিশ্বের বিভিন্ন উৎসবে পুরস্কার জয়ের পর চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে