মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অর্পনা রানী রাজবংশী

বিনোদন রিপোর্ট
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অর্পনা রানী রাজবংশী
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অর্পনা রানী রাজবংশী

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন অর্পনা রানী রাজবংশী। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করে। নাট্য বিভাগে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। এ সময় অর্পনা রানী রাজবংশীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অর্পনা রানী রাজবংশী বলেন, 'এই পুরস্কার একজন নাট্যকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাট্যকার তার স্বপ্নের চরিত্রগুলো কল্পনায় তৈরি করে আর তা বাস্তবায়ন করে নির্মাতা ও শিল্পীরা। এই বিভাগে আমাকে সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।' এবার বাবিসাস '২৩-'২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে