সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

'টগর' সিনেমায় দীঘি আউট, পুজা ইন

বিনোদন রিপোর্ট
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'টগর' সিনেমায় দীঘি আউট, পুজা ইন
'টগর' সিনেমায় দীঘি আউট, পুজা ইন

বছরের প্রথম দিন টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল 'টগর' সিনেমার। আলোক হাসানের পরিচালনায় এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বদলে গেল নায়িকা। দীঘি নয়, টগর সিনেমায় আদরের সঙ্গে দেখা যাবে পুজা চেরিকে। শনিবার সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা করা হয় পুজার নাম।

নির্মাতা আলোক হাসান জানান, পেশাদারি মনোভাবের অভাব থাকায় দীঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তবে এখন পেছনের কথা না ভেবে সিনেমাটি নির্মাণে মনোযোগ দিতে চান। আলোক বলেন, 'একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। প্রধান কারণ, দীঘির মধ্যে কাজের তাগিদ ছিল না। তার সহযোগিতা পাচ্ছিলাম না আমরা। এ কারণে আগে থেকেই সরে এসেছি। আমি মনে করি, পুজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রম্নত কাজটি শেষ করতে চাই।'

অন্য কারও পরিবর্তে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না পুজা। তিনি বলেন, 'আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে অন্য অভিনেত্রীর নাম ঘোষণা করায় কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সক্ষম হয়। আমারও গল্প পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।'

এদিকে নায়ক আদর আজাদ বলেন, 'আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা-বসা। মাঝখানে কেবল 'পিনিক'র শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে 'টগর'-এর, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা

দারুণ আশাবাদী।'

টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। ২৫ ফেব্রম্নয়ারি শুরু হবে শুটিং। আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। আদর-পুজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদ প্রমুখ।

টগর আলোক হাসানের দ্বিতীয় সিনেমা। এর আগে বানিয়েছেন 'নাকফুল', তাতেও আছেন আদর ও পুজা চেরি। গত বছর ছাড়পত্র পেলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে