নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তিনি ২০১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন লাভলুকে হারিয়েছেন। তিনি পেয়েছেন ১৭৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ফরিদুল হাসান ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ শাকিল ১৮৭ ভোট এবং মোহন আহমেদ ৩২ ভোট পেয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। রাত সাড়ে ৮টার পরে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরিচালকদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন নাট্যকার মাসুম রেজা ও সিনেমা নির্মাতা আবদুস সামাদ খোকন। নির্বাচন কমিশন জানিয়েছে, এই ফলাফল আপাতত প্রাথমিক। কোনো প্রার্থী বা অংশগ্রহণকারী যদি আপত্তি করতে চান, তাহলে ২৫ তারিখ পর্যন্ত আপিল বোর্ডে আবেদন করতে পারবেন। আপিল প্রক্রিয়া শেষে ২৬ তারিখ বিকাল ৫টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে একটি প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন অভিনেতা-পরিচালক সালাউদ্দিন লাভলু। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম। নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ীরা নির্ধারিত হয়েছেন। সহ-সভাপতি পদে ছয় প্রার্থীর মধ্যে থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। রাশেদ আখতার লাজুক সর্বোচ্চ ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া, ফিরোজ খান ২৭৪ এবং সকাল আহমেদ ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরেক দিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তুহিন হোসেন ২৫৬ এবং দিন মোহাম্মদ মন্টু ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শামসুর রহমান মজুমদার পেয়েছেন ২১৫ ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান ১৬৭ ভোট। অর্থ সম্পাদক পদে আবু রাহান জুয়েল ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরুল রাফাত পেয়েছেন ১৮৩ ভোট।
তাছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপন ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন ১৩৫ ভোট এবং দেবব্রত রনি ৮০ ভোট পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সহিদ-উন-নবী ১৮৭ ভোট পেয়েছেন। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে কাজী আপেল মাহমুদ ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শুভ্র খান পেয়েছেন ১৭১ ভোট। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রীতি দত্ত ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাঈদ রহমান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে, ফলাফল ঘোষণার পরে শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। ভোটাররা সর্বক্ষেত্রে যোগ্য প্রার্থীকেই নির্বাচন করিয়েছেন। ডিরেক্টরস গিল্ডের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচন হলো এবার। ২১ জন জয় পেয়েছে। কিন্তু বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সঙ্গে নিয়েই আমরা ডিরেক্টরস গিল্ডের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব।
এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, জানালেন নির্বাচন কমিশনার মাসুম রেজা। এত ভোটার আগে কখনই ভোট দেননি। ৮৯ ভাগ ভোটার উপস্থিতিই বলে দিচ্ছিল, বেশ আনন্দে ভোট দিয়েছেন সবাই। পরে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছি। সেখানেও সবাই আমাদের সহায়তা করেছেন। এই ফলাফল সবাই মেনে নিয়েছেন। নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই।