বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মঞ্চে ফিরছেন মৌ

বিনোদন রিপোর্ট
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মঞ্চে ফিরছেন মৌ

অভিনেত্রী ও নিত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌ। অভিনয়ের চেয়ে নাচের প্রতি আগ্রহ বেশি তার। সুযোগ পেলে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবল আগ্রহ নিয়ে। ২১ ফেব্রম্নয়ারি বিটিভিতে প্রচারের জন্য 'একুশের বিশেষ নৃত্যানুষ্ঠান'-এ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে এ অভিনেত্রীকে। এদিকে এক বছর পর মঞ্চে অভিনয়ে ফিরছেন মৌ। এক সময় 'সুবচন' ও 'বটতলা' নাট্যদলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে সময় দেওয়া হয়নি।

এবার শূন্য রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা 'আত্মজয়' নাটকের মাধ্যমে আবারও মঞ্চে ফিরছেন মৌ। নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রম্নয়ারি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। মৌকে প্রায় এক বছর আগে মঞ্চনাটক 'সূচনা'তে অভিনয় করতে দেখা যায়। 'মুক্তি নাট্যোৎসব'-এ 'সূচনা' নাটকটি প্রদর্শিত হয়েছিল। আবুল হায়াত রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন রহমত আলী। মৌ 'সূচনা' নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

প্রায় এক বছর পর আবারও মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে মৌ বলেন, 'মঞ্চে আসলে সব সময়ই অভিনয় করতে ইচ্ছে করে। কিন্তু সব মিলিয়ে মঞ্চের জন্য সময় বের করাটাই কঠিন হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে