বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নতুন দুই গান নিয়ে ফাহমিদা নবী

বিনোদন রিপোর্ট
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নতুন দুই গান নিয়ে ফাহমিদা নবী
নতুন দুই গান নিয়ে ফাহমিদা নবী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি তার কণ্ঠে নিজেরই সুর করা দুটি নতুন গান প্রকাশ পেয়েছে। দুটি গানই তার ইউটিউব চ্যানেল 'ফাহমিদা নবী'তে প্রকাশ হয়েছে। গান দুটি হচ্ছে 'সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা', 'কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে'। দুটি গানেরই সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। ফাহমিদা নবী জানান, গানগুলো পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

এদিকে এবারের বইমেলায় প্রথমবার তার লেখা কোনো গ্রন্থ প্রকাশ পেয়েছে। গত বেশ কয়েক বছর ফাহমিদা নবী নিজের ফেসবুকে নানা বিষয় নিয়ে তার অনুভূতি, অনুভব নিয়মিত লিখে আসছেন। তার লেখা কথাগুলো নানা সময় সমাজের নানা সমস্যা সমাধানে দিকনির্দেশনা হিসেবে কাজ করে। যে কারণে অনেকেই তাকে নানা সময় অনুরোধ করেন এ লেখাগুলো বই আকারে যেন প্রকাশ করা হয়, যাতে চাইলেও কেউ বইটি সংরক্ষণে রাখতে পারেন। ভক্ত, পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার নিজের প্রথম বই 'ফাহমিদা নবীর ডায়েরি'। প্রথমবার বই প্রকাশ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গান নিয়ে কাজের ব্যস্ততা না থাকলে প্রতিদিনই বইমেলায় যেতেন। কিন্তু সামনে আরো নতুন নতুন গান আসবে বিধায় গানের জন্যও তাকে সময় দিতে হচ্ছে ভয়েজ রেকর্ডিংয়ে কিংবা মিউজিক ভিডিওতে। যে কারণে চাইলেও তিনি প্রতিদিন বইমেলায় যেতে পারেন না।

নতুন দুই গান ও নিজের জীবনের প্রথম বই প্রসঙ্গে ফাহমিদা গণমাধ্যমকে বলেন, 'নতুন যে দুটি গান প্রকাশ পেয়েছে, দুটি গানেরই কথা ভীষণ সুন্দর। বিশেষ করে কাছের মানুষ দূরে যায় গানটি প্রসঙ্গে বলতেই হয়। এটা আমাদের জীবন চলার পথে ভীষণ সত্যি, এমন অনেক মানুষ আছে যারা একটা সময় ভীষণ কাছের হয়। আবার একটা সময় দূরেও চলে যায়। আবার দূরে থাকা মানুষ তখন কাছে চলে আসে, আপন হয়ে যায়। গানটি আমার মনকে বেশি নাড়া দিয়েছে। চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি, দর্শক শ্রোতাদের ভালো লাগবে। আমার প্রথম বইটি প্রকাশের পর ভক্ত শ্রোতাদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। সবার অনুরোধে এ বই হঠাৎ করেই প্রকাশ হয়ে গেল। আমি এমনভাবে অনুপ্রাণিত হলাম যে, হয়তো আগামীতে বই প্রকাশের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে