আনকাট সেন্সর পেল নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র 'ব্যাচেলর ইন ট্রিপ'। চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে বৈচিত্র্যময় কাস্টিংয়ের জন্য আলোচিত হয়েছে। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, রিতু দত্ত, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।
২০২২ সালের ১৯ ডিসেম্বর চলচ্চিত্রটির ক্যামেরা ওপেন হয়। বিভিন্ন লটে শুটিং শেষে ২০২৩ সালের ২০ অক্টোবর চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হয়। এরপর চলে ডাবিং, কালারিং, সাউন্ড ডিজাইন, মিউজিকসহ পোস্ট প্রডাকশনের নানাধরনের কাজ। ২০২৪ সালের শেষের দিকে সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দেওয়া হয়। ২০২৫ সালের ৬ ফেব্রম্নয়ারি চলচ্চিত্রটি বিনাকর্তনে মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং ১৩ ফেব্রম্নয়ারি প্রযোজনা প্রতিষ্ঠানকে চলচ্চিত্রটির সার্টিফিকেট বুঝিয়ে দেওয়া হয়।
পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে। শীঘ্রই একটি বিশেষ দিবসকে টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।