বরেণ্য কণ্ঠশিল্পী পন্ডিত প্রভাকর আর নেই

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বিনোদন ডেস্ক
ভারতের বরেণ্য কণ্ঠশিল্পী পন্ডিত প্রভাকর কারেকর আর নেই। বুধবার রাতে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিবৃতি প্রকাশ করেছে পন্ডিত প্রভাকরের পরিবার। তাতে জানানো হয়েছে, মুম্বাইয়ের শিবাজি পার্ক এলাকায় অবস্থিত বাসভবনে গতকাল রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন পন্ডিত প্রভাকর কারেকর। ১৯৪৪ সালে ভারতের গোয়াতে জন্মগ্রহণ করেন পন্ডিত প্রভাকর কারেকর। পরবর্তীতে পন্ডিত সুরেশ, পন্ডিত জিতেন্দ্র অভিষেকি এবং পন্ডিত সিআর ব্যাসের কাছে হিন্দুস্তানি ধ্রম্নপদী মিউজিকের তালিম নেন প্রয়াত এই শিল্পী। পন্ডিত প্রভাকর কারেকর 'বোলাভা বিটল পাহাভা বিটল' এবং 'বাক্রাতুন মহাকায়' পরিবেশনের জন্য বিখ্যাত। গায়কির পাশাপাশি খুব ভালো একজন শিক্ষক হিসেবে প্রশংসিত ছিলেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ তানসেন সম্মান, সংগীত নাটক আকাদেমি পুরস্কার, গোমন্ত বিভূষণ পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা জমা হয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।