বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত ফাহাদ

বিনোদন রিপোর্ট
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত ফাহাদ
বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত ফাহাদ

নাটক নির্মাণের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন মো: ফাহাদ। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ই-কমার্স পস্ন্যাটফর্ম জারাফা ডটকম-এর চারটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। জারাফা ডটকম মূলত, একটি অনলাইন বেচা-কেনার মাধ্যম। বিজ্ঞাপনগুলোতে অভিনয় করেছে- ললনা নূর, আশরাফুল আলম সোহাগ, নিথর মাহবুব ও শিশু শিল্পী মিহিরা রহমান।

বিজ্ঞাপন নিয়ে ফাহাদ বলেন, 'জীবন সংগ্রামে মানুষ নিজেকে টিকিয়ে রাখতে নানান বাঁধা-বিপত্তি কাটিয়ে উঠার চেষ্টা করে এবং সফলতা অর্জন করে, তারই পরিস্ফুটন দেখানো হয়েছে বিজ্ঞাপনে। আমার দৃষ্টিতে এটি শুধু বিজ্ঞাপনই নয়, জীবন গঠনের উৎসাহীকরণও বটে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে