বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই মিথিলা

বিনোদন রিপোর্ট
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই মিথিলা
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই মিথিলা

পারিবারিকভাবে ৪ জানুয়ারি বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। এ খবর প্রকাশের পর পরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে ২০২৫ সালের শুরুতেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খবর প্রকাশ্যে আনেন।  

এদিকে, সাবেক স্বামীর বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া জানতে আগ্রহী ছিলেন ভক্তরা। কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী। এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি তিনি। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুলেছেন মিথিলা। তিনি বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলব। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।

এর আগে, মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। অভিনেত্রীর কথায়, আমি আইরাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনো আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়সই কথা হয় মেয়েকে নিয়ে।

প্রসঙ্গত, ভালোবেসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ে করে তাহসান। আর ২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। বনিবনা না হওয়ায় তারা দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০১৭ সালে। এরপর ২০১৯ সালে মিথিলা নতুন করে ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে