বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বিদায়ের বার্তা অমিতাভের!

বিনোদন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিদায়ের বার্তা অমিতাভের!

বয়স তার কাছে নেহাতই অঙ্ক মাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পালস্না দিয়ে কাজ করেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে- হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?

শনিবার অমিতাভ তার পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, 'টাইম টু গো...'। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়- 'বিদায় নেওয়ার সময় এসেছে'। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন। এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও প্রশ্ন- 'কী হয়েছে স্যার?' কেউ লিখেছেন, 'এত তাড়াহুড়োর কী আছে স্যার?' কেউ বা আবার খোলাখুলি চাইছেন তার এই পোস্টের কী অর্থ? শুধু তাই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, 'পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?' সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে