টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব এর ২৬ তম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটক, সঙ্গীত, নৃত্য, বিজ্ঞাপন, ওয়েব শাখায় অবদানের জন্য শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁও এর পদ্মা সেমিনার হলে এই পুরস্কার প্রদান করা হয়। নাটক 'আমি তুমি ও সে' পরিচালনার জন্য টেলিভিশন শাখায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন পরিচালক কে এম মাহমুদ হাসান।
কে এম মাহমুদ হাসান এটিএন বাংলায় অনষ্ঠান বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিতভাবে নাটক এবং অনুষ্ঠান নির্মাণ করে আসছেন। তার পরিচালিত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তার পরিচালনায় নির্মিত বিভিন্ন টিভি অনুষ্ঠান ও ডকুমেন্টারি দর্শক মহলে প্রশংসা অর্জন করেছে।