বলিউডে খানদের নিয়ে বরাবরই আগ্রহ ভক্তদের। তাদেরকে নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করে থাকেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন বলিউডের অন্যতম অভিনেতা আমির খান। এর আগেও দু'বার বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। কিছু দিন আগে প্রেমের গুঞ্জন উঠেছিল সহঅভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গেও। প্রায়ই শোনা যায়, আমির এবং ফাতিমা ডেটিং করছেন। তবে, দিনকয়েক ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন চর্চা। ৫৯ বছর বয়সি আমির খানের জীবনে আবারও নাকি নতুন প্রেম এসেছে।
পিঙ্কভিলা'র রিপোর্ট অনুযায়ী, আমির খান আবারও প্রেমে পড়েছেন। এবং তিনি এক রহস্যময়ীর সঙ্গে ডেটিংও করছেন। কিন্তু প্রশ্ন, কে সেই নারী? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, 'অভিনেতা ইতোমধ্যেই তার পরিবারের সঙ্গে প্রেমিকার পরিচয়ও করিয়ে দিয়েছেন।'
প্রতিবেদনে আরও বলা হয়, আমির খান এবার যার প্রেমে পড়েছেন, তিনি বেঙ্গালুরুতে থাকেন এবং বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমির খানের নতুন সঙ্গীর নাম গৌরী।
তবে আমির খান এখনো তার সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে আমির কিছু প্রকাশ্যে না আনায়, অনেকেই মনে করছেন বিষয়টি হয়ত গোপনই রাখতে চান অভিনেতা। প্রেমের সপ্তাহ শুরুর আগেই আমিরের জীবনে নতুন প্রেমের ইঙ্গিত ভক্তদের চমকে দিয়েছে।
প্রসঙ্গত, আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন। ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান এই দম্পতির সন্তান। তবে ২০০২ সালের ডিসেম্বরে তারা বিবাহবিচ্ছেদ পত্র জমা দেন এবং আলাদা হয়ে যান। কয়েকবছর পর ২০০৫ সালে আমির কিরণ রাওকে বিয়ে করেন। এ দম্পত্তির ঘরে ২০১১ সালে ছেলে আজাদ রাও খান জন্মগ্রহণ করেন। তবে ২০২১ সালে আমির এবং কিরণ তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।
আমির খান তার দুই সাবেক স্ত্রী- রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। তাদের বিচ্ছেদের পরও তিনি সম্পর্কগুলো শ্রদ্ধার সঙ্গে পরিচালনা করেছেন এবং তাদের সঙ্গে শক্তিশালী বন্ধন বজায় রেখেছেন। তিনি তার তিন সন্তান- জুনায়েদ, ইরা এবং আজাদ- এর সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেন, যাতে তারা তার পিতৃস্নেহ এবং সমর্থন অনুভব করতে পারে।
পেশাগত দিক থেকে আমির খানকে সর্বশেষ 'লাল সিং চাড্ডা' সিনেমায় দেখা গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি। যে কারণে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তবে চলতি বছরে তিনি 'সিতারে জমিন পার' নামক সিনেমার মাধ্যমে কামব্যাক করতে যাচ্ছেন। এই সিনেমায় তাকে আবারও 'তারে জমিন পার' অভিনেতানশীল সাফরির সঙ্গে কাজ করতে দেখা যাবে।