শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভালোবাসা দিবসের নাটকে মাহি

বিনোদন রিপোর্ট
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভালোবাসা দিবসের নাটকে মাহি
ভালোবাসা দিবসের নাটকে মাহি

ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। মুহূর্তে দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। যতই দিন যাচ্ছে ততই যেন নজর কাড়ছেন এ অভিনেত্রী। এবার ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন সামিরা খান মাহি। 'প্রশ্ন করো না' শিরোনামের নাটক রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাইদুর ইমন। এতে মাহি-আরশ ছাড়াও আরো অভিনয় করেছেন পুষ্প পাপড়ী, শিল্পী সরকার অপু, শওকত শোভন প্রমুখ। পরিকল্পনা মাফিক গুছিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে। নাটক সংশ্লিষ্ট সবাই নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

নাটকটি প্রসঙ্গে মাহী বলেন, 'টিমের সবাই খুব দায়িত্বশীল হয়ে কাজ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্পে চমৎকার একটি নাটক নির্মাণ হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।' কাজের ক্ষেত্রে খুব বাছবিচার করে কাজ করতে পছন্দ করেন মাহি। টিভি নাটক, ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন তিনি। 'ওভার ট্রাম্প' ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'র?্যাম্প দিয়ে আমার ক্যারিয়ার যাত্রা শুরু। আমার কাছে মাধ্যম কোনো বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব, টিভিতেও করব, চলচ্চিত্রেও করব। ভালো গল্পে ভালো চরিত্রে কাজ করে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে চাই।' মাহির উলেস্নখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, 'গার্লস স্কোয়াড', 'রাখাল বালিকা', 'প্রেমের পাগলামি', 'সুতোয় বুনেছি ফুল', 'রিকভারি ম্যান', 'লাভস্টেশন', 'হাঙর', 'এমন যদি হতো', 'একদিন চাকুরী হবে', 'ইমোশনাল ম্যান', 'সকাল বিকাল রাত্রি', 'লুঙ্গিবাজ' ইত্যাদি।

২০১৪ সালের আরটিভির 'মডেল সাচ'্থ-এ নাম লিখিয়ে প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়েন। কিন্তু মাহি এগিয়ে যাচ্ছেন আপন গতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে