শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

প্রিয়াঙ্কা সরকারের 'চিচিং ফাঁক'

বিনোদন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রিয়াঙ্কা সরকারের 'চিচিং ফাঁক'
প্রিয়াঙ্কা সরকারের 'চিচিং ফাঁক'

অরিজিৎ সরকারের পরিচালনায় 'সারভাইভাল থ্রিলার' ঘরানার সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। সিনেমার নাম 'চিচিং ফাঁক'। এতে প্রধান চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাতে দেখা যাবে একটি ছেলে এবং একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মতো করে বাঁচার জন্য একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। এরপর অজানা বিপদের হাতছানি শুরু হয়। সিনেমাতে দেখা যাবে জাদু সফর। অরিজিৎ সরকার জানিয়েছেন, আলিবাবার গল্পে কাশেম গুহায় প্রবেশ করে দরজা খোলার জন্য 'চিচিং ফাঁক' মন্ত্র ভুলে যায় আর গুহার মধ্যে বন্দি হয়ে পড়ে। সেই ঘটনার নিরিখে এই সিনেমাতে দুইজন ছেলেমেয়ের বন্দিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। প্রিয়াঙ্কা সরকার এই প্রথম সারভাইভাল থ্রিলারে অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক দাস, অমিত সাহা, নিমাই বসু প্রমুখ। সিনেমাটির শুটিং শেষ হয়েছে। 'কনফিউজড পিকচার্স' প্রযোজিত সিনেমাটি আপাতত বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে