ভালোবাসা দিবসে নাজনীন হাসান খানের 'আলো আঁধারে'

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বিনোদন রিপোর্ট
ভালোবাসা দিবস উপলক্ষে অর্পনা রানী রাজবংশীর রচনা এবং নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক 'আলো আঁধারে'। নাটকটিতে অভিনয় করেছেন- সফল খান, মাফতোহা জান্নাত জীম, ফরিদ হোসাইন, আনোয়ার শাহীসহ আরও অনেকেই। নাটক প্রসঙ্গে নাজনীন হাসান খান বলেন, 'ভালোবাসা দিবস মানেই প্রেম-ভালোবাসার গল্প কিংবা ফুলের শুভেচ্ছা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকা তা কিন্তু নয়। সফলতার ভিড়ে যে ব্যর্থতার গল্পও রয়েছে। রয়েছে ত্যাগ, দ্রোহ, বঞ্চনা, পরিতাপ কিংবা বিচ্ছেদ। তেমনি একটি গল্প 'আলো আঁধারে'। গল্পটি প্রেমিক যুগলদের হৃদয়কে আন্দোলিত করবে বলে আমার বিশ্বাস।' নাটকটি নিয়ে অর্পনা রানী রাজবংশী বলেন, 'আলো আঁধারে নাটকটিতে রয়েছে এক জীবনে ভালোবাসার বহুমুখী দহন, যে কিনা একজন স্বামীই নয়, একজন প্রেমিক পুরুষও। বর্তমান সমাজে যেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অহরহ তালাকের ঘটনা ঘটছে, সেখানে প্রিয়তমা স্ত্রীর বিয়োগের পরও নতুন করে সংসার সাজাতে দিচ্ছে না দিহানের মন। একেই বুঝি বলে ভালোবাসার সঠিক মূল্যায়ন।' গল্পে দেখা যায়, দিহান ও মিলির ভালোবাসা মাখা সুখের সংসার। যেখানে কোনো কিছুরই যেন অভাব থাকে না। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বিধাতার রং তুলির খেলায় ক্যানসার নামক ব্যাধি দিহান ও মিলির সুখের সংসারে নেমে আসে আলোর মধ্যে আঁধারের ছায়া। দিহান মিলিকে বাঁচাতে অস্থির হয়ে পড়ে। বহু দৌঁড়ঝাপ ও চেষ্টা সত্ত্বেও কিছুই করতে পারছে না সে। ক্যানসারের এ স্টেজে কিছু যে করারও নেই তার। চোখের সামনে ভালোবাসার প্রিয় মানুষটি এভাবে ধুঁকে ধুঁকে মরে যাচ্ছে এটা দিহান সহ্য করতে পারছে না। নানান চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে গাড়ি চালাতে গিয়ে এক্সিডেন্ট করে দিহান। মিলির জীবনের শেষ দিনগুলো যেন বিষময় হয়ে ওঠে। দিহান নিজের কষ্ট আড়াল করে মিছে হাসিখুশি রাখার চেষ্টা করে মিলিকে। সময় যে বয়ে যায়, থেমে থাকে না আবেগময় পৃথিবীর কিছুই। মিলি সিক্ত হয় দিহানের পাগলপ্রায় ভালোবাসায়। এমনই জীবনধর্মী ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে 'আলো আঁধারে'।