মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সঙ্গীত ও অভিনয়ে ব্যস্ত মেজবা শরীফ

বিনোদন রিপোর্ট
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সঙ্গীত ও অভিনয়ে ব্যস্ত মেজবা শরীফ
সঙ্গীত ও অভিনয়ে ব্যস্ত মেজবা শরীফ

কণ্ঠশিল্পী ও অভিনেতা অ্যাডভোকেট মেজবা উদ্দীন শরীফ। দীর্ঘদিন সুনামের সঙ্গে আছেন আইন পেশায়। দেশের বেশকিছু আলোচিত মামলা নিয়ে লড়াই করেও অর্জন করেছেন সুনাম। বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ সুপারের ছেলে মেজবা উদ্দীন শরীফ শুধু একজন পেশাদার আইনজীবীই নন, সঙ্গীত ও অভিনয়েও পার করছেন ব্যস্ত সময়। গায়ক হিসেবেও বেশ সফল মেজবা। অডিও প্রতিষ্ঠান 'সিডি চয়েস', 'ঈগল মিউজিক', 'সঙ্গীতা'সহ বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে তার গাওয়া গান। তার উলেস্নখযোগ্য গানের মধ্যে রয়েছে- 'নিশ্বাসে বিশ্বাসে', 'আমি তোমার মন', 'ঝরছে বৃষ্টি', 'ফটো', 'মনের স্মার্টফোন', 'ভালোবাসি', 'কত সুখে আছি আমি', 'বোঝে না সে বোঝে না', 'শুধু আমার প্রেম'। সালাহউদ্দিন সাগরের কথা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান 'প্রিয়া'। হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু।

এছাড়া মেজবার নিজের কথা ও সুরে 'একটু শোন', 'চুপটি করে', 'লাভার বয়', 'কথা জমে থাক', 'দূর কোন দেশে', 'অনেক তো হলো', 'ইশারা' ইত্যাদি। পাশাপাশি 'রহস্যঘেরা প্রীয়তমা' নামক একটি ওয়েবফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে