'প্রিয় মালতী' যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্নমধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। ১০টা নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি- সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় ছন্দপতন ঘটে।
সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা 'প্রিয় মালতী' মুক্তি পেতে যাচ্ছে চরকিতে। মঙ্গলবার বিকালে পস্ন্যাটফর্মটি এমন ঘোষণা দেয়। বৃহস্পতিবার রাত ৮টায় সিনেমাটি চরকিতে মুক্তি পেয়েছে।
'প্রিয় মালতী'র গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।
'প্রিয় মালতী' প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ২০ ডিসেম্বর। এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হন মেহজাবীন। পরিচালক শঙ্খ দাশগুপ্তও এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন সিনেমা নির্মাতা হিসেবে। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি পস্ন্যাটফর্ম চরকি। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।
ইতোমধ্যেই সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে 'প্রিয় মালতী'।
১৫ বছরের ক্যারিয়ারে নাটক, সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে প্রিয় মালতী সিনেমায় যেন আগের সব কাজ ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন দর্শক ও সমালোচকরা। নাটকের সেই 'পাশের বাড়ি মেয়ে' বা রোমান্টিক নায়িকা নন; বরং জটিল এক চরিত্রে, পুরো সিনেমাকে নিজের কাঁধে নিয়ে অনায়াসে হেঁটেছেন তিনি। অন্তঃসত্ত্বা 'মালতী' চরিত্রে পর্দায় এতটাই অসাধারণ, যেন নিজেকেই ছাপিয়ে গেছেন বলে বেশির ভাগ দর্শকের মন্তব্য। চোখের পানি মুছতে মুছতে হল থেকে বের হচ্ছেন দর্শক, এমন দৃশ্যও দেখা গেছে। সেদিনের পরিপ্রেক্ষিতে মেহজাবীন বলেন, 'সিনেমা ভালো লাগবে, এ প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতটা ইমোশনাল হয়ে পড়বেন, আশা করিনি।' এটি তার জীবনের এযাবত করা সেরা চরিত্র বলে মন্তব্য করেন তিনি।