মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বইমেলায় তারকাদের বই

বিনোদন রিপোর্ট
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বইমেলায় তারকাদের বই
বইমেলায় তারকাদের বই

রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠেছেন বইপ্রেমীরা। 'জুলাই গণ-অভু্যত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ' এ প্রতিপাদ্য নিয়ে ১ ফেব্রম্নয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৮ ফেব্রম্নয়ারি পর্যন্ত। প্রতি বছর মেলায় খ্যাতিমান সব লেখকদের বইয়ের পাশাপাশি প্রকাশ হয় নতুন লেখকদের বই। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।

আবুল হায়াত : অভিনেতা হিসেবে দেশজুড়ে পরিচিত হলেও তার প্রতিভা বহুমুখী। নির্মাণ ও লেখালেখিতেও সমান বিচরণ। প্রায় প্রতি বছরই তার লেখা বই প্রকাশিত হয়। এবার তিনি লিখেছেন আত্মজীবনী। নাম 'রবি পথ'। এটি প্রকাশ করেছে 'সুবর্ণ'। এ প্রসঙ্গে বরেণ্য এই অভিনেতা বলেন, 'জীবনের এ দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো আত্মজীবনীতে লেখার চেষ্টা করেছি।'

মামুনুর রশীদ:নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনয়শিল্পী মামুনুর রশীদ। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করে থাকেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি পত্রিকায় নিয়মিত লেখেন। এবার বইমেলায় প্রকাশ হয়েছে তার লেখা 'ঘটনা সত্য, সত্য নয়' নামের একটি বই। এটি প্রকাশিত হয়েছে শব্দশিল্প প্রকাশনা থেকে।

ডা. এজাজুল ইসলাম: নাটকের জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম। পেশায় একজন চিকিৎসক হলেও অভিনেতা হিসেবেই তার পরিচিতি। লেখালেখিতেও নিয়মিত হয়েছেন তিনি। গত বছরই হুমায়ূন আহমেদকে নিয়ে একটি বই প্রকাশ করে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। এবারও 'হুমায়ূন স্যার-এর চোখে জল' এবং 'হুমায়ূন স্যার-এর শুটিং' নামে দুটি বই প্রকাশ করেছেন তিনি।

ফারুক আহমেদ :নাটকের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। হুমায়ূন আহমেদের স্মরণে এর আগে দুটি বই তিনি প্রকাশ করেছেন। এবারও নিয়ে এসেছেন 'হাউ মাউ খাও' নামে নতুন একটি বই। বইটি প্রকাশ হয়েছে মিজান পাবলিশার্স থেকে। লেখকের আগের লেখা দুটি বই 'আমার না বলা কথা' ও 'স্মৃতিতে হুমায়ূন আহমেদ' পাওয়া যাচ্ছে এবারের মেলায়।

ফাহমিদা নবী :ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভালোবাসেন নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন তিনি। একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম বই 'ফাহমিদা নবীর ডায়েরি'। এটি শব্দশিল্প প্রকাশনী থেকে বের হয়েছে।

ফারজানা ছবি : ছোট পর্দার অভিনেত্রী তিনি। লেখক হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে গেল বছর। সে বছর প্রকাশ হয় তার লেখা উপন্যাস 'জলছবি'। এবার নিয়ে আসছেন দ্বিতীয় বই 'বৃত্তবাস'। এটি মিজান পাবলিশার্স থেকে প্রকাশ হয়েছে।

আশনা হাবিব ভাবনা :অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। এর বাইরে তিনি লেখালেখিতেও নিয়মিত। গত কয়েক বছর ধরেই বইমেলায় তার লেখা বই প্রকাশ হয়। এবারও আসছে তার লেখা উপন্যাস 'আমরা কখনো বন্ধু ছিলাম না'। এটি মিজান পাবলিশার্স থেকে প্রকাশ হবে।

সুষমা সরকার:এবারের মেলায় শব্দশিল্প প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে অভিনেত্রী সুষমা সরকারের লেখা বই 'দ্বিতীয়'। বইটিতে লেখক বিভিন্ন বয়সের নারীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নারীর অবস্থান, একাকিত্ব, তাদের লড়াই ও ক্ষমতায়নের কথা তুলে ধরেছেন।

শানারেই দেবী শানু :অভিনয়ে অনিয়মিত হলেও লেখালেখিতে এখন নিয়মিত অভিনেত্রী শানারেই দেবী শানু। এবারের মেলায় এসেছে তার লেখা থ্রিলার উপন্যাস 'বাঘ মানুষ'। এটি আজব প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে।

সাজিয়া সুলতানা পুতুল :সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কয়েক বছর ধরেই নিয়মিত বই প্রকাশ করছেন তিনি। ইতোমধ্যেই নয়টি বই তিনি প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে তার লেখা 'শিল্পীসত্তার ব্যবচ্ছেদ' নামে একটি উপন্যাস। অনন্যা প্রকাশনী থেকে প্রকাশ হয়।

অধরা জাহান :গীতিকার ও উপস্থাপিকা অধরা জাহান এবারের মেলায় আসছেন তার তৃতীয় উপন্যাস ও পঞ্চম বই 'নোনা শরীর' নিয়ে। এটি প্রকাশ হচ্ছে শব্দশিল্প থেকে। বড় সন্তানদের অবদান একটি পরিবারে ঠিক কতটা থাকে এবং সব দায়িত্ব পালনের পরও সব বিষয় দোষের তিরটা তার দিকেই কীভাবে ধেয়ে আসে এ উপন্যাসে সে বিষয়টিই তুলে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া এবারের বইমেলায় আরও অনেকেই বই প্রকাশ করছেন। তাদের মধ্যে রয়েছে ব্যান্ড অ্যাশেজ-এর ভোকালিস্ট জুনায়েদ ইভানের 'লেখো' নামে একটি বই। এটি ইউ পাবলিকেশনস থেকে প্রকাশ হয়েছে। সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার তার আজব প্রকাশনী থেকে প্রকাশ করেছেন নিজের লেখা তৃতীয় কাব্যগ্রন্থ 'সুর ছাড়া কবিতারা'। এদিকে, গান ও কবিতার সংকলন নিয়ে 'দূরে গোধূলি' এবং উপস্থাপনা, রেডিও-টিভি প্রেজেন্টেশন ও আত্মবিশ্বাসী কথা বলার কৌশল নিয়ে লেখা 'কথার জাদু' নামে দুটি বই ধ্রম্নপদী পাবলিকেশনস থেকে প্রকাশ করেছেন গীতিকার ও নির্মাতা ওয়ালিদ আহমেদ। মডেল ও অভিনেত্রী শিবা আলি খানের তৃতীয় বই ও দ্বিতীয় উপন্যাস 'পাতালঘরের পিশাচ' প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। এছাড়া 'দক্ষিণ হাওয়া' নামে একটি বই প্রকাশ করেছেন মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা কোহিনূর আলম। এটি তার প্রথম উপন্যাস। প্রকাশ হয়েছে মিজান পাবলিশার্স থেকে। অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে গীতিকার লুৎফর হাসানের উপন্যাস 'টাইপ-সি'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে