বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা

বিনোদন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
শাকিরা

গ্র্যামির ৬৭তম আসরে বিজয়ের হাসি হাসলেন পপ গায়িকা শাকিরাও। নিজের জন্মদিনেই গায়িকার মুকুটে যুক্ত হলো নতুন পালক। চতুর্থবারের মতো জিতলেন গ্র্যামি। এবার 'সেরা ল্যাটিন আমেরিকান অ্যালবাম' শাখায় তিনি পুরস্কার পেয়েছেন তার 'লাস মুজেরাস ইয়া নো লোরান' অ্যালবামের জন্য। তার হাতে পুরস্কার তুলে দেন আরেক বিশ্বনন্দিত সঙ্গীত ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজ। সে সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।

পুরস্কার হাতে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। বক্তৃতার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন তিনি। এরপর তার পাওয়া পুরস্কার অভিবাসীদের উৎসর্গ করেন শাকিরা।

অনেকেই জানেন, এ সময়ে আমেরিকার সবচেয়ে আলোচিত ইসু্য হলো ট্রাম্পের অভিবাসী আইন। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে শুরু হয়েছে এ তৎপরতা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দিন কয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। ভিডিওতে অঝোরে কাঁদতে দেখা যায় সেলেনাকে।

এবার গ্র্যামির মঞ্চে শাকিরা বললেন, 'আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সব সময় তাদের লড়াইয়ের পাশে আছি।' সেই সঙ্গে বিশ্বের প্রতিটি কর্মরত নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। পুরস্কার নেওয়ার পর স্টেজে পারফর্মও করেন লাস্যময়ী এই গায়িকা। যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।

রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ছিল গ্র্যামির জমকালো আয়োজন। এই ভেনু্যতে ২২তম বারের মতো গ্র্যামির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অগ্নিনির্বাপকদের প্রতি সম্মান জানানো হয়েছে অনুষ্ঠানজুড়ে। টানা পঞ্চমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে