বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হেনা আমার হয়ে গেছে :নাঈম

বিনোদন রিপোর্ট
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হেনা আমার হয়ে গেছে :নাঈম
হেনা আমার হয়ে গেছে :নাঈম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল- 'চাচা বাড়িঘর এত সাজানো কেন?', 'চাচা হেনা কোথায়?' এটি মূলত ঢাকাই সিনেমার একটি সংলাপ। বাংলা সিনেমার ট্র্যাজিক হিরো বাপ্পারাজের কণ্ঠে এই সংলাপ বলেছিলেন 'প্রেমের সমাধি' সিনেমায়। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার দৃশ্য এখন নতুন করে ভাইরাল। নেটিজেনরা মেতেছেন 'চাচা হেনা কোথায়?' সংলাপ নিয়ে। যে যেখানে পারছেন সংলাপটি যোগ করে দিচ্ছেন নিজের আঙ্গিকে।

সিনেমাটিতে 'হেনা' চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনাজ। আর শাবনাজ হচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের স্ত্রী। যে কারণে ফেসবুকে শাবনাজ-নাঈমের একটি ফটোকার্ডও ভাইরাল হয়েছে। যেখানে লেখা রয়েছে, 'বিশ্বাস করুন, হেনা আমার কাছে। ' আর সেই ফটোকার্ড নজরে এসেছে নাঈমের।

স্বাভাবিক কারণেই বিষয়টি উপভোগ করছেন এ তারকা দম্পতি। ভাইরাল সেই সংলাপের স্রোতে গা ভাসালেন নাঈমও। তিনি বললেন, 'আসলেই তো। হেনা তো আমার কাছেই। এই সিনেমা যখন হয়েছে, তার আগেই আমার আর শাবনাজের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ হেনা আমার হয়ে গেছে। '

নাঈম আরও বলেন, সিনেমার ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে সামনে এসেছে, কিছুই জানি না। তবে এই সিনেমা যে মানুষ মনে রেখেছে। সংলাপ থেকে সংলাপ, গান- সবই উপভোগ করছে, এটা (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, 'চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?' জবাবে চাচা বলেন, 'হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। ' বকুল তখন আবেগাপস্নম্নত হয়ে বলেন, 'না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।' এরপর 'প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি য ায় উড়ে যায়' গানটি বাজতে থাকে।

নাঈমের স্ত্রী অর্থাৎ পর্দার 'হেনা' নেটিজেনদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত। এ বিষয়ে শাবনাজ বলেন, 'আমি আর বাপ্পা ভাই তো খুব মজা নিচ্ছি। তবে ভালো লাগছে, মানুষ যে সিনেমাটির কথা এখন আবার মনে করছে। নায়ক-নায়িকার আবেগ-অনুভূতির সঙ্গে নিজেরা কানেক্ট করতে পারছেন। সিনেমাটি তখনো প্রশংসিত হয়েছে, এখনো প্রশংসিত হচ্ছে। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা তো অনেক বড় পাওয়া।'

প্রসঙ্গত, নব্বই দশকের দর্শকনন্দিত জুটি নাঈম-শাবনাজ। ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত 'চাঁদনী' মুক্তি পায়। সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শফিউল আলম পরিচালিত 'বিষের বাঁশি' সিনেমায় অভিনয় করতে গিয়েই নাঈম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেন তারা। বর্তমানে সুখের দাম্পত্যের ৩১ বছর পার করে ফেছেন এ তারকা যুগল।

১৯৯৬ সালে 'নির্মম' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শাবনাজ বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে 'ট্র্যাজেডি নায়ক' ও 'ব্যর্থ নায়ক' হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। বাপ্পারাজ কিছু নাটকও পরিচালনা করেছেন। তার মধ্যে আছে 'কাছের মানুষ রাতের মানুষ' এবং 'একজন লেখক'। তিনি 'কার্তুজ' নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন 'পোড়ামন ২' সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন

তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে