কারুশিল্প মেলায় গাইলেন নিপা আহমেদ
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিনোদন রিপোর্ট
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে চলছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বাইস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা আছে। প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, করুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মেলা ১৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত চলবে।
এ মেলার অন্যতম আয়োজন মাটির গান। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকসঙ্গীত, ভাটিয়ালি ও ভাওয়াইয়া শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। গত বুধবার এ অনুষ্ঠানে তালিকাভুক্ত লোকসঙ্গীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ মর্ডান ভাওয়াইয়া, হাসন রাজা ও লোকসঙ্গীত পরিবেশন করেন। মর্ডান ভাওয়াইয়া চ্যাংরা বন্ধুয়া রে তোমাক দেখি বুক ধুক ধুক করে; জসীমউদ্?দীনের লেখা 'আমার হাড় কালা করলাম রে/আমার দেহ কালার লাইগা রে/ওরে আমার অন্তর কালা করলাম রে/দুরন্ত পরবাসী'; হাসন রাজার গান আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে; লোকসঙ্গীত সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা/মনে তো মানে না দিলে তো বুঝে না'এবং 'বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে'। গানগুলো শুনতে শুনতে দর্শকরা অভিভূত হয়ে যান এবং তুমুল করতালির মাধ্যমে শিল্পীকে অভিবাদন জানান।