বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শিল্পকলা একাডেমি আয়োজনে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব'

বিনোদন রিপোর্ট
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শিল্পকলা একাডেমি আয়োজনে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব'
শিল্পকলা একাডেমি আয়োজনে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব'

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবার আয়োজন করতে যাচ্ছে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব'। এই লক্ষ্যে তিনটি পর্যায়ে দেশব্যাপী শুরু হয়েছে ১৫ দিনের প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা। এই কর্মশালা থেকে মোট ১৬টি দল নির্বাচন করা হবে এবং এই দলগুলো 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে' অংশ নেবে। শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নাট্য কর্মশালার প্রথম পর্যায় শুরু হয়েছে গত ২০ জানুয়ারি থেকে। এটি চলবে ৩ ফেব্রম্নয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে এই কর্মশালা শুরু ৩ ফেব্রম্নয়ারি থেকে, চলবে ১০ ফেব্রম্নয়ারি পর্যন্ত। এছাড়া, তৃতীয় পর্যায়ের কর্মশালা ৩ ফেব্রম্নয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রম্নয়ারি।

এই নাট্যকর্মশালা প্রথম ও দ্বিতীয় পর্যায় শেষ হলে, আগামী ১৩ ফেব্রম্নয়ারি থেকে ১৮ ফেব্রম্নয়ারি পর্যন্ত আটটি বিভাগীয় শহর থেকে আটটি দলকে বাছাই করা হবে কেন্দ্রীয় নাট্যোৎসবের জন্য। তৃতীয় পর্যায়ের নাট্যকর্মশালা শেষ হলে, ২১ থেকে ২৮ ফেব্রম্নয়ারি পর্যন্ত আটটি বিভাগ থেকে আরও আটটি দল নির্বাচন করা হবে। এইভাবে মোট ১৬টি দল নিয়ে 'মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব' আয়োজন করার পরিকল্পনা নিয়েছে শিল্পকলা একাডেমি।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, গত ৫ জানুয়ারি ৬৪ জেলার নাট্যকর্মশালার পরিচালকদের নিয়ে একটি আয়োজন করা হয়। সেখানে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা এবং মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

কর্মশালা অনুষ্ঠিত হবে কবে, কোথায়-

এই নাট্যকর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলায়। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায়। চট্টগ্রাম বিভাগের ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, জয়পুরহাট ও নওগাঁ জেলায়। খুলনা বিভাগের খুলনা, মাগুরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়।

এছাড়া, রংপুর বিভাগের রংপুর ও পঞ্চগড় জেলায়। বরিশাল বিভাগের পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলায়। সিলেট বিভাগের মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়।

দ্বিতীয় পর্যায়ের নাট্যকর্মশালা হচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী ও মুন্সীগঞ্জ জেলায়। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, লক্ষ্ণীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও নোয়াখালী জেলায়। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, নড়াইল ও মেহেরপুর জেলায়। রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায়। বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলায়। সিলেট বিভাগের সিলেট ও হবিগঞ্জ জেলায়। তৃতীয় পর্যায়ের নাট্যকর্মশালা হবে ঢাকা বিভাগের মাদারীপুর; বরিশাল বিভাগের ভোলা এবং চট্টগ্রাম বিভাগের কুমিলস্না জেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে