বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঈদে চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন সজল

বিনোদন রিপোর্ট
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঈদে চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন সজল
ঈদে চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন সজল

দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার জাজের 'জ্বীন' সিনেমার সিকু্যয়েল 'জ্বীন-থ্রি'তে দেখা যাবে সজলকে। এর আগে 'জ্বীন-১'তেও পুজা চেরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। চমকপ্রদ খবর হলো, এটিই বাংলাদেশের প্রথম সিনেমা যেটি নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। নতুন সিজনের ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। ভৌতিক ঘরানার এ সিনেমাটিতে সজলের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি গণমাধ্যমকে বলেন, যেহেতু আমাদের 'জ্বীন' ও 'জ্বীন-২' দুটো ছবিই দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে, তাই আমরা পরিকল্পনা করছিলাম 'জ্বীন-থ্রি' নিয়ে। সেই সঙ্গে একটা চমকও দিতে চেয়েছিলাম, যার কারণে সজলকে চূড়ান্ত করা। তার সঙ্গে জুটি হিসেবে থাকবে ফারিয়া। অনেক দিন আগেই তাদের চুক্তিবদ্ধ করেছি।

সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, এটা সত্যি অনেক ভালো লাগার, আনন্দের। সিনেমাটি দর্শকদের কাছে ভালো লেগেছে বিধায় এই সিনেমাটিকে নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন। যদিও প্রথম কিস্তি থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি, এরপর দ্বিতীয় কিস্তিতে আমি ছিলাম না। কিন্তু এখন আবার ফিরেছি নতুন চমক নিয়ে। আমি যেহেতু ব্যাক করেছি এই গল্পে তার মানে এখানে নিশ্চয়ই নতুন এবং ইন্টারেস্টিং কিছু আছে। আপাতত সিনেমাটির গল্প কিংবা কি থাকছে সেসব নিয়ে কিছু বলছি না। শুধু এতটুকু বলব, ইন্টারেস্টিং গল্প নিয়ে ফিরছি। এই গল্পটিকেও দর্শকরা পছন্দ করবেন আমার বিশ্বাস।

প্রসঙ্গত, এবার গল্পের প্রয়োজনে বিস্তৃত পরিসরে শুটিং হবে জানা গেছে। ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ বেশ কিছু জায়গায় এর দৃশ্যায়ন হবে। এরপর আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে