পরিবারের নিরাপত্তার জন্য বড় সিদ্ধান্ত নিলেন সাইফ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনা নিয়ে চর্চা এখন তুঙ্গে। এই হামলাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিনেতাকে হামলাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে শরিফুল ইসলামকে। তবে তিনি সত্যিই হামলাকারী কি না, এ নিয়েও সন্দেহ ছিল অনেকেরই। এর কিছুদিন পরেই সাইফের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয় এক নারী। এদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডের নবাব সাইফ আলী। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিন্দুমাত্র ঝুঁঁকি নিতে চাচ্ছেন না। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তাই নিলেন বড় সিদ্ধান্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলোর গোটা বারান্দাটা ঘিরে ফেলেছেন। ফটোশিকারিদের কাছেও অনুরোধ করেছেন, পাপ্পারাজ্জিরা যেন এবার থেকে জেহ-তৈমুরের গতিবিধির ওপর নজর না রাখেন। এতে বাচ্চাদের সম্পর্কে নানা খুঁটিনাটি তথ্য প্রকাশ্যে আসবে না। বাংলোর বাইরে যেন তারা আর আগের মতো ভিড় না জমান, সেই অনুরোধও করেছেন সাইফ-কারিনা। এদিকে সাইফের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার শরিফুল ইসলামকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বান্দ্রা আদালতের বিচারক। এরইমধ্যে কেটে গেছে ১০ দিন। তাই হেফাজতের মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা বোধ করছেন না। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।