বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই

বিনোদন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই
গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই

প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীতশিল্পী, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই। বৃহস্পতিবার সকালে লন্ডনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। মারিয়ানের মৃতু্যর খবর জানিয়ে তার মুখপাত্র বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, 'আমরা গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছি, গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। আজ সকালে লন্ডনে মারা যান তিনি। কোম্পানি এবং পরিবার তার অভাব বোধ করবে।'

ষাটের দশকে মিক জ্যাগারের সঙ্গে মারিয়ান প্রেমের সম্পর্ক ছিলেন। শিল্পীর মৃতু্যতে শোক জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন জ্যাগার। তাতে তিনি বলেন, 'মারিয়ান ফেইথফুলের মৃতু্যর খবর শুনে আমি খুব দুঃখ পেয়েছি। এতদিন সে আমার জীবনের অংশ ছিল। সে আমার চমৎকার একজন বন্ধু ছিল। সে একাধারে একজন সুন্দরী গায়িকা, দুর্দান্ত অভিনেত্রী ছিলেন। সে সবসময়ই মনে থাকবে।'

বিবিসির তথ্য অনুসারে, ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করেন এবং বিবাহবিচ্ছেদ হয় মারিয়ানার। ১৯৬৫ সালে জন ডানবারকে বিয়ে করেন। কিন্তু এক বছর পরই ভেঙে যায়। ১৯৭৯ সালে বেন ব্রিয়ারলির সঙ্গে ঘর বাঁধেন। সাত বছর পর এ সংসারও ভেঙে যায়। ১৯৮৮ সালে অভিনেতা জর্জিও ডেলা টেরজাকে বিয়ে করেন। ১৯৯১ সালে এ সংসারেরও ইতি টানেন এই গায়িকা। মৃতু্যকালে নিকোলাস ডানবার নামে একটি পুত্রসন্তান রেখে গেছেন মারিয়ান।

১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর যুক্তরাজ্যের হ্যাম্পস্টেডে জন্মগ্রহণ করেন মারিয়ান। ১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন। প্রখ্যাত ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রম্ন লুং ওল্ডহ্যাম তাকে আবিষ্কার করেন।

মারিয়ানের তুমুল জনপ্রিয় 'আ টিয়ার্স গো বাই' গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসেরই লেখা। আলোচিত এ গান ছাড়াও মারিয়ানের আরো দু'টি আলোচিত গান রয়েছে। সেগুলো হলো-'কাম অ্যান্ড স্টে উইথম মি' ও 'দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস'। 'দ্য গার্লস অব আ মোটর সাইকেল' ছাড়াও 'ঘোস্ট স্টোরি', 'হ্যামলেট', 'শপিং'সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে