বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিদ্যা সিনহা মিমের ব্যস্ততা

বিনোদন রিপোর্ট
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিদ্যা সিনহা মিমের ব্যস্ততা
বিদ্যা সিনহা মিমের ব্যস্ততা

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এই অভিনেত্রীকে দেখা গেছে নাটকে। সবশেষ অভিনয় করেছেন 'মানুষ' সিনেমায়, যা মুক্তি পায় ২০২৩ সালে। আর সিনেমাটি কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে। নির্মাতা ছিলেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার। এরপর দীর্ঘ বিরতিতে আছেন মিম। সিনেমায় না থাকলেও তাকে পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠান আর বিজ্ঞাপনে। এর বাইরে নায়িকা ব্যস্ত আছেন দেশ-বিদেশ ভ্রমণে। যার খবর মেলে তার ফেসবুকে।

মিম ভক্তদের প্রশ্ন, ঈদের নতুন সিনেমায় কি পাওয়া যাবে এই অভিনেত্রীর? উত্তর জানালেন নায়িকা নিজেই। মিমের ভাষ্য, 'সিনেমার শুটিং না করলেও, প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত রয়েছি, তাই ঈদকে সামনে রেখে সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, প্রমোশনের কাজ করছি। এগুলো নিয়েই এখন সারা দিন ব্যস্ত থাকতে হচ্ছে। আপাতত সিনেমার কাজ নেই। ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই থাকব।'

সিনেমা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, 'কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। তাছাড়া বর্তমানে সিনেমা নির্মাণ অনেক কমে গেছে। যার প্রভাব পড়েছে আমাদের ইন্ডাস্ট্রিতেও। আশা করি, ঈদের পর নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হব।' এদিকে, মিম অভিনীত 'দিগন্তে ফুলের আগুন' শিরোনামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম। শহিদ বুদ্ধিজীবী শহীদুলস্নাহ কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে