প্রেমিকাতে মুগ্ধ ঋতিক

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
ঋতিক রোশন এবং প্রেমিকা সাবা আজাদকে বলা হয় বলিউডের অন্যতম মিষ্টি জুটি। এই প্রেমিক যুগলের ভালো একটা গুণ হলো, তারা একে অপরের কাজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নিয়মিত। তাদের সম্পর্কটা যেন খোলা বই। কোনো লুকোচুরি নেই। ঋতিক সম্প্রতি সাবার একটি গানের লাইভ পারফরম্যান্স ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন। যেখানে সাবা মিউজিকের তালে তালে নাচছেন। এটা দেখে মুগ্ধ হয়ে ক্যাপশনে ঋতিক লিখেছেন, 'জাস্ট কিলিং ইট!' সেই সঙ্গে তিনি একটি লাল রঙের লাভ ইমোজি দিয়েছেন। নভেম্বর মাসে সাবার জন্মদিন উপলক্ষে ঋতিক একটি রোমান্টিক পোস্ট দেন। একসঙ্গে কাটানো দারুণ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন সা। তোমাকে ধন্যবাদ।' সাবাও কিন্তু কম যান না। জানুয়ারিতে ঋতিকের ৫০তম জন্মদিনে ইনস্টাগ্রামে খুব সুন্দর একটি পোস্ট দেন। ক্যাপশনে লেখেন, 'সূর্যের চারপাশে ৫০ বার প্রদক্ষিণ করেছ এবং এই যাত্রা কী চমৎকার ছিল। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমি আলো।' ২০০০ সালে অভিনেতা ফিরোজ খানের মেয়ে সুজানের সঙ্গে ঋতিক গাঁটছড়া বাঁধেন। ছোটবেলার প্রেম ছিল তাদের। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও তারা বন্ধুত্ব ধরে রাখেন সন্তানের মুখের দিকে চেয়ে। তাদের দুই সন্তান, ঋদান ও ঋহান।