বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভৌতিক গল্পে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভৌতিক গল্পে আলিয়া ভাট
ভৌতিক গল্পে আলিয়া ভাট

রোমান্টিক চরিত্রের অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউড তারকা আলিয়া ভাট। কোটি পুরুষের কাছে তিনি স্বপ্নের নায়িকা। রণবীর কাপুরকে বিয়ে করে এক সন্তানের মা হয়েছেন। তবুও ফুরায়নি তার আবেদন। মিষ্টি হাসির সেই রোমান্টিক আলিয়া এবার পর্দায় আসতে চলেছেন হরর গল্পের নায়িকা হয়ে। থাকবে কমেডির উপস্থিতিও।

সম্প্রতি আলিয়া যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি 'আলফা'র শুটিং শেষ করেছেন। বর্তমানে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে শুটিং শুরুর করার প্রস্তুতি নিচ্ছেন। সেই ছবিতে প্রেমিক থেকে স্বামী হওয়া রণবীর কাপুর ছাড়াও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে তাকে। আলিয়া আগামী বছরের মাঝামাঝিতে শেষ করবেন বানসালির সিনেমার কাজ। তার পরই তিনি যোগ দেবেন নতুন সিনেমায়। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী আলিয়ার নতুন ছবিটি প্রযোজনা করবেন ম্যাডককের দীনেশ বিজান। এটি নির্মিত হবে সুপারন্যাচারাল হরর গল্পে। এরই মধ্যে নায়িকা ও প্রযোজকের কয়েক দফা আলোচনা হয়েছে। বেশ কয়েকটি চিত্রনাট্য থেকে সুপারন্যাচারাল হরর থ্রিলার একটি গল্প পছন্দ করেছেন আলিয়া। আগামী বছরের মাঝামাঝিতে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আপাতত ছবিটির নাম রাখা হয়েছে 'চামুন্ডা'। নামেই বোঝা যাচ্ছে গল্পে ভৌতিক আমেজে ভরপুর হবে। ম্যাডকক হরর চরিত্রের একটি ইউনিভার্স গড়তে চাইছে। এই নতুন ইউনিভার্সে আলিয়া ভাট ছাড়াও কিয়ারা আদভানিসহ অনেকেই যোগ দেবেন। কিয়ারা ম্যাডককের সঙ্গে একটি মিথোলজিক্যাল সুপারন্যাচারাল হরর থ্রিলার 'দেবী'তে আগেই যুক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে