বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কোরীয় অভিনেতা পার্ক মিন মারা গেছেন

বিনোদন ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কোরীয় অভিনেতা পার্ক মিন মারা গেছেন
কোরীয় অভিনেতা পার্ক মিন মারা গেছেন

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কোরীয় তারকা অভিনেতা পার্ক মিন জে। চীনে ভ্রমণকালে গত ২৯ নভেম্বর তার মৃতু্য হয়েছে বলে খবর সুম্পির। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাকে দেখতে আসবেন।'

২০২১ সালে 'আইডল : দ্য কু্য' সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পার্ক মিন জে। পরবর্তী সময়ে 'লিটল উইমেন', 'নাম্বারস'সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন পার্ক। তার সর্বশেষ কাজ 'স্ন্যাপ অ্যান্ড স্পার্ক'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে