বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চটেছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চটেছেন অমিতাভ বচ্চন
চটেছেন অমিতাভ বচ্চন

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। অনেকে তাকে বলিউড শাহেনশাহ এবং বিগ বি বলেও মন্তব্য করেন। এককথায় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব তিনি। অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে একাধিকবার নানা ওঠা-পড়া এসেছে। তবু তারই মাঝে লড়াই চালিয়ে যেতে পিছপা হননি কখনো। সোশ্যাল মিডিয়ায়ও ভীষণভাবে অ্যাক্টিভ অভিনেতা। সব সময়ই নানা চিন্তাশীল বিবৃতি দিতে দেখা যায় তাকে। যা অমিতাভ বচ্চনকে অন্য সব তারকার থেকে আলাদা করে বলা চলে। বচ্চন পরিবার ঘিরে অভিষেক-ঐশ্বরিয়ার 'বিয়েবিচ্ছেদের গুঞ্জন'-এর খবরে এ অভিনেতা ভীষণ বিব্রত অনেকদিন ধরেই। বিষয়টি নিয়ে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে হঠাৎ ক্ষমা চান বর্ষীয়ান এই তারকা। কেন ক্ষমা চাইলেন এ অভিনেতা? তিনি কোনো 'বড়সড় ভুল' করে ফেলেছেন কি না! বিষয়টা কী? এ নিয়ে অনেক নেটিজেনের মনে তুমুল আগ্রহের জন্ম নেয়।

আবারও অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনার অনেকটা বিরক্ত হয়ে এবার খানিকটা অন্যরকম পোস্ট দিলেন বলিউড শাহেনশাহ। যা দেখে অবাক তার ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা। অমিতাভের পোস্টে সবাই প্রশ্ন করতে শুরু করেছে এসব কী হচ্ছে? সোমবার দিবাগত রাতে হঠাৎই অমিতাভ বচ্চন একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি একটি মাত্র শব্দ এবং একটি ইমোজি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'চুপ'। সঙ্গে রাগের ইমোজিও জুড়েছেন অভিনেতা। এই পোস্ট দেখে অনেকেরই মনে প্রশ্ন, তবে কি রেগে গিয়েছেন অভিনেতা? একজন লিখেছেন, 'কী হয়েছে আপনার?' কেউ বা লিখেছেন, 'এই একটি শব্দের খুব প্রয়োজন।'

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবার নিয়ে নানা আলোচনা চলছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যর মধ্যে বিয়েবিচ্ছেদের গুজবও রটে গেছে। এরই মধ্যে একটি অনুষ্ঠানে নিজের নামের সঙ্গে থাকা 'বচ্চন' শব্দটি বাদ দিয়েছেন বলেও খবর প্রকাশ করে ভারতের প্রায় সব গণমাধ্যম। তবে কিছু ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে আদৌ কি তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে? যদিও এই তারকা দম্পতি এই গুজবে কোনোরকম মুখ খোলেননি। এরই মাঝে অমিতাভ বচ্চনের এই পোস্টে চলছে নানা আলোচনা। অনেকে আবার এই টুইটকে তার ছেলে ও বউমার সম্পর্কের সঙ্গেও জুড়েছেন। তবে একটি টুইট করার পর এ বিষয়ে আর কিছুই জানাননি অভিনেতা।

অমিতাভ বচ্চন সম্প্রতি তার বস্নগে লিখেছেন, তিনি তার পরিবার সম্পর্কে বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে একটা কথা তিনি উলেস্নখ করেন, যা গুজব সেটা শুধুই গুজব। কোনো কিছু যাচাই ছাড়া বলার মধ্যে কোনো সত্যতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে