'শরতের জবা' দিয়ে ভালোই রেকর্ড গড়েছিলেন অভিনেত্রী কুসুম সিকদার। একাধারে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালকের খাতায়। ১১ অক্টোবর বিপস্নবে বিধ্বস্ত সময়ে মুক্তি পেয়েছিল ছবিটি। খুব বেশি দর্শক হলে টানতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ভালোই। প্রেক্ষাগৃহের দৃশ্যপট শেষে এবার সেই ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি পস্ন্যাটফর্মে। এবার ঘরে বসেই যেন দেখতে পায় গোটা পৃথিবীর দর্শক। কুসুম জানালেন, প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় 'শরতের জবা' এবার মুক্তি দিচ্ছেন ওটিটি পস্ন্যাটফর্ম আইস্ক্রিনে। আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি। আইস্ক্রিন জানায়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। নিজের লেখা বই 'অজাগতিক ছায়া' থেকে 'শরতের জবা' গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প 'শরতের জবা'। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃতু্য জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে সাজানো হয়েছে সিনেমাটি।
কুসুম বলেন, 'প্রেক্ষাগৃহে মুক্তির সময়টা দর্শকদের অনুকূলে ছিল না। তবুও অনেক ভালো সাড়া পেয়েছি। এতটা আশা করিনি। আমার অসম্ভব পছন্দের এই গল্পটি এবার ওটিটির মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করছি। যারা হলে গিয়ে দেখতে পারেননি, আশা করছি তারা এবার দেখবেন। সবার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।'
পরিচালক এবং প্রযোজক হওয়ার অনুভূতিও জানান কুসুম। বলেন, 'অসাধারণ এক অভিজ্ঞতা। সেই ২০০২ সাল থেকে ক্যামেরার সামনে কাজ করছি। অভিনয়েই অভ্যস্ত আমি। কিন্তু পরিচালনার ইচ্ছাও ছিল মনে। পরিচালক হয়ে খুব উপভোগ করেছি শুটিংয়ের পুরো সময়টা। কিন্তু চ্যালেঞ্জিং ছিল প্রযোজনা। এত বড় টিম, তাদের থাকা-খাওয়া, শুটিং, এমনকি টাকা-পয়সার বিষয়টাও একই সঙ্গে খেয়াল রাখতে হয়েছে।'
কুসুম সিকদার ছাড়াও 'শরতের জবা'য় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
২০০২ সালে 'লাক্স আনন্দধারা মিস ফটোজনিক' প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় কুসুম সিকদারের। সেই থেকে আজ পর্যন্ত এই অঙ্গনে তিনি যুক্ত আছেন। তবে গত কয়েক বছরে কাজ একদম কমিয়ে দিয়েছিলেন। নিজের পছন্দ না হলে কাজে তাকে দেখা যেত না। মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম সিকদারকে গানেও পাওয়া গেছে। তার গাওয়া গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে। এখনো হঠাৎ হঠাৎ গানে তাকে দেখা যায়। কুসুম সর্বশেষ 'মরীচিকা মায়া' শিরোনামে নতুন একটি গান গেয়েছেন তাও বেশ কিছুদিন আগে। পাশাপাশি তাকে মডেল হিসেবেও দেখা যাবে এ গানে। এতে তার সহশিল্পী কাজী সাকিব। গানটি যৌথভাবে লিখেছেন কুসুম শিকদার ও সন্ধি। সুর ও সংগীত সন্ধির। এটি নির্মাণ করেছেন রায়হান খান। অনেক আগেই 'মরীচিকা মায়া'র কাজ শেষ হলেও এখনো প্রকাশ পায়নি।
উলেস্নখ্য, ১৯৯৯ সালে প্রকাশিত হয় কুসুমের প্রথম একক অ্যালবাম 'তুমি আজ কতো দূরে'। ২০০০ সালে মিক্সড অ্যালবাম 'জীবনের যত পাওয়া' এবং ২০০১ সালে 'অদল বদল'-এ কণ্ঠ দেন তিনি। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি নুসরাত ইমরোজ তিশার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন।