আর্থিক সংকটে জাস্টিন বিবার!

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
আর্থিক সংকটে রয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার।র্ যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত সঙ্গীতশিল্পী হয়তো এবার 'বাধ্য হয়ে' ফের মিউজিক্যাল টু্যর শুরু করবেন। বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার। বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবে বলে জানা যাচ্ছে। দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাদের জন্যই নাকি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে। প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে কোনো টু্যর তিনি করেননি এবং ২০২১ সালের পর থেকে কোনো অ্যালবামও রিলিজ করেনি তার। সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। যদিও এসব গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিয়েবার্ষিকী পালন করলেন। চলতি বছরের আগস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন। যে রোগের নামর্ যামসে হান্ট সিনড্রোম। যার ফলে কাজ তেমনভাবে করতে পারছেন না। অথচ কমেনি জীবন যাপনের খরচ। \হশিল্পীর ঘনিষ্ঠ সূত্রে খবর, জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনো জিনিসের দাম বা নিজের ব্যাংক ব্যালেন্স কোথাওই নজর না দিয়ে খরচ করে যান। ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই। সম্প্রতি ৩ লাখ ৮০ হাজার ৩৪৯ ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় ১৬.৬ মিলিয়ন ডলারের যে এস্টেট আছে তার, সেটার জন্যই করের ধাক্কা।