র্ যাপার বাদশার রেস্তোরাঁয় বোমা হামলা
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয়র্ যাপার বাদশার একটি রেস্তোরাঁয় বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে ভারতের চন্ডীগড়ে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দুই বাইক আরোহী রেস্তোরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যান। বাদশার 'ডি ওরা' নামের ওই রেস্তোরাঁটি বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করেন। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ-পানশালার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছের্ যাপারের রেস্তোরাঁর বিস্ফোরণ-পরবর্তী অবস্থা।
এদিকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বাদশা। বিস্ফোরণের খবর পেয়েও ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ। সে সময় প্রত্যক্ষদর্শীরা ঘটনা বর্ণনা করেন। এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ নেমেছে তদন্তে।