শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

গানের জগতে সারা ফেলেছে শামান্তা শাহীন

বিনোদন রিপোর্ট
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
গানের জগতে সারা ফেলেছে শামান্তা শাহীন
গানের জগতে সারা ফেলেছে শামান্তা শাহীন

সংগীত জগতে নতুন প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র হলেন শামান্তা শাহীন। তার মিষ্টি কণ্ঠে গান উপহার দিয়ে ইতিমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছেন। শামান্তা শাহীন কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে 'চাটগাইয়া বনফুল', 'মনটা কেন পাগল হয়', 'কনডে তোঁয়া বাড়ী', 'মানব জনম', 'এলোরে বৈশাখ' এবং 'ভালোবাসা দাও' গানগুলো দিয়ে শ্রোতাদের হৃদয়ে খুব অল্প সময়ে নিজের জায়গা করে নিয়েছেন। গানের জগতে নিজের শক্ত অবস্থান গড়ে তোলার জন্য শামান্তা শাহীন তার প্রতিভার পুরোভাগে রয়েছেন। তার গানগুলোর মধ্যে রয়েছে বাংলা সংস্কৃতির সুর, আঞ্চলিক ভাষার মিষ্টতা এবং মানুষের জীবনের গভীর অনুভূতি। বিশেষ করে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাওয়া তার 'চাটগাইয়া বনফুল' গানটি, চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেছে। এটি তার পরিচিতি আরও সুদৃঢ় করেছে এবং গানের জগতে তার শক্ত স্থান নিশ্চিত করেছে।

শামান্তা শাহীনের জন্ম চট্টগ্রাম জেলা ফটিকছড়িতে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। সংগীতশিক্ষা শুরু করেন অল্প বয়সে এবং ধীরে ধীরে তার গায়কীর দক্ষতা বৃদ্ধি পেতে থাকে। তিনি আধুনিক, পপ, ফোক, এবং মেলোডিক ধাঁচের গান গেয়েও শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। তার গানগুলো সাধারণ মানুষের হৃদয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি এবং আনন্দের সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে