চিত্রনায়ক শাকিব খান অভিনীত কয়েকটি সিনেমা সম্প্র্রতি আলোচিত হয়েছে। এর মধ্যে 'প্রিয়তমা', 'রাজকুমার', 'তুফান' উলেস্নখযোগ্য। এই অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দরদ'। এই চার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী, বলিউডের সোনাল চৌহান। এবারো যথারীতি শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।
২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত 'নাকাব' সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন টলিউড নায়িকা নুসরাত জাহান।
\হ'নাকাব' শাকিব খান অভিনীত হলেও এটি সম্পূর্ণই ভারতের ছবি ছিল। এমনকি এ সিনেমার পরিচালক এবং প্রযোজনা সংস্থাও সে দেশের ছিল। নাকাব সিনেমাটির পরিচালক ছিলেন রাজীব বিশ্বাস এবং প্রযোজনায় ছিলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সাফটা চুক্তি আওতায় বাংলাদেশের ১১১টি হলে মুক্তি পেয়েছিল 'নাকাব'। এই বন্দোবস্ত করেছে ছবিটির পরিবেশক সংস্থা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 'নাকাব' একটি ভৌতিক গল্পের সিনেমা ছিল। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। আবারো শাকিব খানের সিনেমায় দেখা যাবে নুসরাতকে।
শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমায়ও দেখা যাবে নুসরাত জাহানকে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় রয়েছেন টলিউডের ইধিকা পাল। ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের শুটিং ডিসেম্বরে শুরু হবে। এই সিনেমার আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে। মুম্বাইয়ে গানটির শুটিংও সেরেছেন তিনি।
কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জাহান বলেন, 'একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।'
এদিকে, কয়েকদিন আগেই শাকিব খান জানিয়েছেন, সুপারহিট 'তুফান' সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে 'বরবাদ'। আগামী বছরের ঈদুল ফিতরে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশের সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত 'দরদ'। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। ১৫ নভেম্বর সারাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু মুক্তির চার দিনেই দর্শক খরার মুখে পড়ে যায় সিনেমাটি। যদিও এই সিনেমা নিয়ে বহুদিন আগে থেকেই দেশ-বিদেশে নানামুখী প্রচারণা চালিয়েছিলেন পরিচালক। শাকিব নিজেও আওয়াজ দিয়েছেন ফাঁকা বুলির- যে সিনেমাটি সুপারহিট হয়েছে। কিন্তু তার এই ফাঁকা বুলিতেও কোনো কাজ হয়নি। শাকিব খান থাকা সত্ত্বেও সিনেমাটি দর্শক টানতে পারেনি। প্রমাণ হয়েছে, শাকিব খান থাকলেই সেই সিনেমা সুপারহিট হয়, সেই ধারণা সম্পূর্ণই ভুল।
ফলে কেউ কেউ এটাকে এভাবেও দেখতে চাইছেন যে, এতেই প্রমাণ হলো, ঈদ ছাড়া শাকিব খান ব্যর্থ। শুধু তাই নয়, সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। রিভিউতে কেউ কেউ ব্যাপক প্রশংসা করলেও এর বাস্তব চিত্র ছিল ভিন্ন। কারণ কোনো সিনেমা যখন হিট হয়, তা দর্শকদের আগ্রহ এবং হলমুখী হওয়াতেই বুঝা যায়। এ জায়গায় দেখা দিয়েছে ভিন্ন চিত্র। তবে সিনেমার গল্প যে একদমই খারাপ এ কথা বলেননি কেউ।
এদিকে সিনেমাটি মুক্তির পরই পড়ে পাইরেসির কবলে। সামাজিক মাধ্যমে সিনেমাটির ত্রিশ মিনিট থেকে এক ঘণ্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পরিচালক অবশ্য আইনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন। এদিকে সমালোচকরা বলছেন, 'দরদ' দিয়ে শাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি।