আসন্ন সিনেমা 'এফ ওয়ান'-এর শুটিং করার সময় দুর্ঘটনার সম্মুখীন হলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। নাটকীয় গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্য করার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সি এই অভিনেতা ক্রু দ্বারা ধরে রাখা মাদুরের ওপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের ওপর পড়ে যান। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার 'এফ ওয়ান' সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়, কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিকেল হেল্পের প্রয়োজন পড়ে।