শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আনন্দ দিতে পারলে নিজেকে সার্থক মনে হয় :ঐশী

বিনোদন রিপোর্ট
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আনন্দ দিতে পারলে নিজেকে সার্থক মনে হয় :ঐশী
আনন্দ দিতে পারলে নিজেকে সার্থক মনে হয় :ঐশী

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ক্রমশ বাড়ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ-বিদেশ ছুটেছেন গানের শিল্পীরা। তারই ধারাবাহিকতায় এবার কয়েক হাজার পরিবেশককে সুরের মূর্ছনায় মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী সুইটিও। শনিবার সন্ধ্যায় পান্না গ্রম্নপের আয়োজনে 'পরিবেশক সম্মেলন ২০২৩-২৪'-এ গাইলেন তারা। এদিন রাজধানীর হাজারীবাগে গ্রম্নপের প্রধান কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক হাজার পরিবেশকদের আগমন ঘটে। সংগীত সন্ধ্যার পাশাপাশি অনুষ্ঠানে পাঁচশ জনকে অ্যাওয়ার্ড প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গ্রম্নপের চেয়ারম্যান আলহাজ মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শহিদ খান (ডিরেক্টর অপারেশন), গোপাল চন্দ্র ঘোষ (ব্যবস্থাপনা উপদেষ্টা) এবং একেএম মহিবুলস্নাহ (সিনিয়র জিএম সেলস এন্ড মার্কেটিং)। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের্ যাফেল ড্রর মাধ্যমে মোটরসাইকেলসহ আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়া হয়।

শেষে মঞ্চে ওঠেন আয়োজনের মূল চমক গানের শিল্পীরা। অনুষ্ঠানে ঐশী গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো। জমকালো এই আয়োজন শেষ ঐশী বলেন, 'এ ধরনের আয়োজনে অংশ নিতে আমার সবসময় ভালো লাগে। এতে কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীরা উজ্জীবিত হয়ে থাকেন। নিদারুণ ব্যস্ততার মাঝে বছরের অন্তত একটি দিন তাদের আনন্দে কাটে। আর তাদের আনন্দ দিতে পারলে নিজেকে সার্থক মনে হয়। পান্না গ্রম্নপের সকল কর্মী ও পরিবেশকদের ঐশী এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে