শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বারী সিদ্দিকীর স্মরণে গাইলেন প্রিন্স আলমগীর

বিনোদন রিপোর্ট
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বারী সিদ্দিকীর স্মরণে গাইলেন প্রিন্স আলমগীর
বারী সিদ্দিকীর স্মরণে গাইলেন প্রিন্স আলমগীর

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস উপলক্ষে রোববার মাছরাঙা টেলিভিশনে আয়োজন করা হয়েছিল বিশেষ সঙ্গীতানুষ্ঠান। রাঙা সকাল সাজানো হয়েছিল ১০টি কালজয়ী গান নিয়ে। 'শুয়া চান পাখি', 'পূবালী বাতাসে', 'মানুষ ধরো মানুষ ভজো', 'শ্যাম তুমি লিলা বুঝ', 'রজনী', 'শরিয়তে মারিফতে', 'মা গো মা', 'পিরিত করতে পয়সা লাগে' ও বারী সিদ্দিকীকে নিয়ে লেখা মৌলিক গান 'চলরে মন তুই বাউল বাড়ি যাই' গানগুলো পরিবেশন ও স্মৃতিচারণা করেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের সভাপতি প্রিন্স আলমগীর। অন্যদিকে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ গতকাল সন্ধ্যায় কলের গান মালটিমিডিয়া কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে