শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বস্তিবোধ করি না :সোনাক্ষী

বিনোদন ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বস্তিবোধ করি না :সোনাক্ষী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বস্তিবোধ করি না :সোনাক্ষী

সিনেমার বাইরে এখন ওটিটিতেও সরব সোনাক্ষী সিনহা। ওয়েব সিরিজ 'দাহাড়' দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ানোর পর সর্বশেষ সঞ্জয়লীলা বানসালির 'হীরামান্ডি'তে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী। অভিনেত্রী হিসেবে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছেন। তবে দীর্ঘ ক্যারিয়ারের যতটা চেয়েছিলেন, ঠিক ততটা পরিচিতি পাননি তিনি। অনেকেই মনে করেন, এর অন্যতম কারণ অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্যে অভিনয়ে সোনাক্ষীর আপত্তি।

সত্যিই কি তাই? বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজেই কথা বলেন অভিনেত্রী। 'দাবাং' দিয়ে ক্যারিয়ার শুরু, এরপর বিভিন্ন ধরনের সিনেমা করেছেন সোনাক্ষী। তবে পর্দায় তাকে কখনোই অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি, চুম্বন দৃশ্যও করেননি। এমনকি পর্দায় নিজের পোশাক কী হবে, তা নিয়েও বরাবরই সচেতন তিনি। যেমন সোনাক্ষীকে কখনো বিকিনিতে দেখা যায়নি।

এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, 'অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমি স্বস্তিবোধ করি না। আসলে এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ধরনের দৃশ্য অভিনয় না করেও আপনি কাজ করে যেতে পারেন। শিল্পী হিসেবে আপনার যদি কোনো কিছুতে অস্বস্তি হয়, সেটা এড়িয়ে যেতে পারেন। আমি এটাই করি।' বিয়ের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন সোনাক্ষী। চলতি বছর তার অভিনীত 'নিকিতা রয় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস' সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। শুটিং শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে