বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

'লাল পাহাড়ির দেশে যা'র গীতিকবি আর নেই

বিনোদন ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
'লাল পাহাড়ির দেশে যা'র গীতিকবি আর নেই
অরুণকুমার চক্রবর্তী

'লাল পাহাড়ির দেশে যা'র লেখক কবি অরুণকুমার চক্রবর্তী না ফেরার দেশে চলে গেছেন। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের চুঁচুড়া ফার্ম সাইড রোডে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্যবরণ করেন তিনি। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন কবি। মৃতু্যর আগে শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবেও যোগ দিয়েছিলেন তিনি। জানা যায়, সেখান থেকে রাতে বাড়ি ফিরে খাওয়াদাওয়াও করেছিলেন। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। কবির পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে, বউমা ও নাতিরা। অরুণ চক্রবর্তীর বউমা সুদেষ্ণা চক্রবর্তী জানান, গতকাল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছিল। ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকেই। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া সংস্কৃতিমহলে। সময়েশিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে হিন্দুস্তান মোটরে চাকরি করতেন অরুণ চক্রবর্তী। লেখালেখি ছিল তার জীবনের অন্যতম প্যাশন। অসংখ্য মন ছুঁয়ে যাওয়া কবিতা রয়েছে কবির ঝুলিতে। 'লাল পাহাড়ির দেশে যা' এই লোকগীতিটি শোনেননি, এমন বাঙালি অল্পই আছেন, যা মূলত একটি কবিতা। ১৯৭২ সালে অরুণ কুমার এটি লেখেন। কবিতাটির শিরোনাম ছিল?'শ্রীরামপুর ইস্টিশনে মহুয়া গাছটা'। পরে গানের মাধ্যমে বিভিন্ন ভাষায় দেশ-বিদেশে পরিচিতি পায়। 'লাল পাহাড়ির দেশে যা' তাকে সবার কাছে আলাদা পরিচিত করেছে। আজ তার মরদেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে শায়িত থাকবে। সেখানে শ্রদ্ধা জানাবেন তার গুণগ্রাহী ভক্তরা। পরে শ্যামবাবুর ঘাটে হবে শেষকৃত্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে