বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাৎসি হতেন :ফারুকী

বিনোদন রিপোর্ট
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
হিটলারের কালে জন্ম হলে আপনারা নাৎসি হতেন :ফারুকী
হিটলারের কালে জন্ম হলে আপনারা নাৎসি হতেন :ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিশাল এই দায়িত্ব পাওয়ার পর অনেকে তার অপসারণের দাবিতে আন্দোলন করেন। গুঞ্জন ওঠে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু বিষয়টি সঠিক নয়। এসব সমালোচনার মধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে ফারুকী লিখেছেন, 'শিল্পী-সাহিত্যিকদের মধ্যে যারা এখনো খুনি হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণ-অভু্যত্থানের পক্ষশক্তিকে হত্যার উসকানি দিচ্ছেন তাদের নিন্দা জানানোর ভাষা আমার নাই।' হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উলেস্নখ করে তিনি বলেন, 'আমি জানি না শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি।'

সেই পোস্টের কমেন্ট বক্সে লাবু কালাম লিখেছেন, 'এরা শিল্পী নয়, এরা সেফ ভাড়, এদের চিহ্নিত করে গ্রেপ্তার করলে তবেই এদের কুরুচিপূর্ণ মানসিকতাকে নির্মূল করা যাবে, অন্যথায় মুক্তি নাই।' সায়েদুল হাসান নামের আরেকজন লিখেছেন, 'হিটু ভাই সম্ভবত লজ্জিত। তিনি হয় তো মনে মনে খুশি মনে বলেন মানুষ খালি আমারে ঘৃণা করত, এখন আমার কাতারে

আরও আসতেছে।' আরেকজন বলেন, 'তাদের নূ্যনতম সেন্স অব হিউমার নেই, এখানে এসে হাহা রিয়েক্ট দিয়ে যাবে, এই রিয়াক্টই তাদের ভার্চুয়াল অস্ত্র।'

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ। বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও আলোচনা বন্ধ করতে পারেননি এই নির্মাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে